বিয়🐲ের মরশুম শুরু হয়ে গিয়েছে। উপহার হিসেবে সোনা দেবেন ভাবছেন? তাহলে বড়সড় স্বস্তি পাবেন আপনি। কারণ দু'দিনে কলকাতায় ১০ গ্রাম পাকা সোনার দাম কমে গিয়েছে ১,৩০০ টাকা। রুপোও অনেকটা সস্তা হয়েছে। দু'দি🌱নে এক কিলোগ্রাম রুপোর দাম কমেছে ১,৩৫০ টাকা।
গত মঙ্গলবার কলকাতায় বাজার বন্ধে꧒র সময় ১০ গ্রাম পাকা সোনার (২৪ ক্যারাট) দাম ছিল ৫২,৯০০ টাকা। যা বুধবার আরও কমেছিল। বৃহস্পতিবার বাজার বন্ধের সময় সেই দামটা ৫১,৬০০ টাকায় ঠেকেছে। অর্থাৎ দু'দিনে ১,৩০০ টাকা সস্তা হয়ে গিয়েছে। যে দামে আজ (শুক্রবার) কলকাতার খুচরো বাজারে সোনা বিক্রি হবে (সঙ্গে যোগ হবে জিএসটি)।
(ভারত এবং কলকাতায় সোনꦿা ও রুপোর দাম কত থাকছে? রোজ দেখুন এখা𓄧নে)
একইভাবে ১০ গ্রাম গয়না সোনার♎ (২২ ক্যারাট) দাম ৫০,০০০ টাকার স্তর থেকে একেবারে ৪৮,০০০ টাকার ঘরে নেমে এসেছে। দু'দিন আগে যে ১০ গ্রাম হলমার্ক সোনার গয়নার (২২ ক্যারাট) দাম ৫১🍸,০০০ টাকা ছুঁইছুঁই ছিল, সেটাই এখন ৫০,০০০ টাকার কিছুটা বেশি পড়ছে।
শুক্রবার (৮ জুলাই, ২০২২) কলকাতার খুচরো বাজারে সোনা এবং রুপোর দাম (জিএসটি ছাড়া) কত পড়ছে, তা দেখে নিন -
• ২৪ ক্যারাট, পাকা সোনা (১০ গ্রাম)- ৫১,৬০০ টাকা 🌳(আগেরদিন ছিল ৫২,৩০০ টাকা)।
• ২২ ক্যারাট, গয়না সোনা (১০ꦅ গ্রাম) – ৪৮,৯৫০ টাকা (আগেরদিন ছিল ৪৯,৬০০ টাকা)।
• ২২ ক্যারাট, হলমার্ক সোনার গয়না (১০ গ্রাম)- ৪৯,৭০০ টাকা (আগেরদিন ছিল ৫২,৩৫০ টাকা🦹)।
• এক কিলোগ্রাম রুপোর ব💝াট - ৫৭,৩০০ টাকা (আগেরদিন ছিল ৫৭,৫০꧅০ টাকা)।
•♕ এক কিলোগ্রাম খুচরো রুপো - ৫৭,৪০০ 💮টাকা (আগেরদিন ছিল ৫৭,৬০০ টাকা)।