গ্র🐲্যান্ড হোটেলের ফুটপাথে হকার নিয়ন্ত্রণে কলকাতা পুরসভার পদক্ষেপে সন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। সোমবার বিচারপতি অমৃতা সিনহা নিয়ন্ত্রিত পরিসরে হকার বসায় অনুমতি দেন। এই সিদ্ধান্তের ফলে দুপক্ষেরই স্বার্থ রক্ষা হল বলে মনে করা হচ্ছে।
গ্র্যান্ড হোটেলের সামনের ফুটপাথে হকারদের দৌরাত্ম্যে হোটেলের গেট বন্ধ হয়ে যাচ্ছে বলে অভিযোগ করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয় হোটেল কর্তৃপক্ষ। একাধিক ছবি তুলে পরিস্থিতির ভয়াবহতা আদালতের সামনে ব্যাখ্যা করেন হোটেলের আইনজীবী। সেই ছবি দেখে অবিল𓃲ম্বে হোটেলের ফুটপাথ থেকে হকার সরাতে নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহা। সেই আবেদন পুনর্বিবেচনার আর্জি জানান হকারদের পক্ষের আইনজীবী। এর পর কলকাতা টাউন ভেন্ডিং কমিটিকে ফুটপাথে হকার নিয়ন্ত্রণের বিষয়টি দেখতে বলেন বিচারপতি।
সমীক্ষা করে টাউন ভেন্ডিং কমিটির সদস্যরা সিদ্ধান্ত নেন তিন ভাগের ২ ভাগ খালি থাকবে। ১ 🎃ভাগে বসবেন হকাররা। সেই সিদ্ধান্ত কার্যꦜকর করতে গত সপ্তাহে গ্র্যান্ড হোটেলের ফুটপাথে হলুদ রঙের মোটা দাগ টেনে দেয় পৌরসভা। ওই দাগ অতিক্রম করতে পারবেন না হকাররা।
এদিন কলকাতা পুরসভার উদ্যোগে সন্তোষ প্রকাশ করে বিচারপতি সিনহা নির্দেশ দেন হোটেলের গেটের ২ পাশে 🎐১০ ফুট করে জায়গা খালি রাখতে হবে। তবে তা বাড়িয়ে ২২ ফুট করার অনুরোধ করেন হোটেলের আইনজীবী। বিষয়টি নিয়ে টাউন ভেন্ডিং কমিটির কাছে আবেদন করতে নির্দেশ দেন বিচারপতি সিনহা।
গ্র্যান্ড হোটেলের ফুটপাথে হকারের দৌরাত্ম্য নতুন কিছু নয়। গ্💃র্যান্ড হোটেলের ঝুল বারান্দার নীচে রোদ, বৃষ্টি থেকে নিরাপদে ফুলে ফেঁপে উঠেছিল হকারদের রাজত্ব। পরিস্থিতি এতটাই গুরুতর হয়ে ওঠে যে হোটেলে অতিথিদের ঢোকার পথ আটকে যাচ্ছিল। ফুটপাথ দিয়ে চল♒তে পারছিলেন না পথচারীরা।