নিম্নচাপের জেরে নাগাড়ে বৃষ্টি পড়ছে কলকাতায়। তার মধ্যেই বড় দুর্ঘটনা থেকে রক্ষা পেলেন বড়বাজারের গুপ্তা ম্যানসনের ব্যবসায়ীরা। ৭১ বি, নেতাজি সুভাষ রোডের গুপ্তা ম্যানসনের ব্লক–বি’র দোতলার বারান্দা হুড়মুড় করে ভেঙে পড়ে। তাতেই ঘটে বিপত্তি। ওই বাড়ির দোতলায় ৬ জন আটকে🐓 পড়লে দমকল এসে তাঁদের উদ্ধার করে। বুধবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে। তাতে গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কারণ তখন ক্রেতা–বিক্রেতাদের ভিড় ছিল। সুতরাং বড় দুর্ঘটনা ঘটতেই পারত।
স্থানীয় সূত্রে খবর, এই ঘটনা যখন ঘটে তখন দোতলার একটি অফিসে ৬ জন কর্মী কাজ করছিলেন। বারান্দা ভেঙে পড়ায় তাঁরা সিঁড়ি পর্যন্ত পারেননি। আতঙ্কে চিৎকার করতে থাকেন তাঁরা। নিচে প্রায় ৪০টি দোকান। আর সেখানে ক্রেতাদের ভিড়। যেখানে বারান্দা ভেঙে পড়ে তার নিচেই রয়েছে তিনটি দোকান। দ🎃োকানগুলি তখন খোলা🐓। এক প্রত্যক্ষদর্শী জানান, ‘বাড়ির নিচেই কাজ করছিলাম। প্রচণ্ড শব্দ করে ভেঙে পড়ল বারান্দার একাংশ।’
ঘটনার সঙ্গে সঙ্গে দমকলে ফোন করা হয়। দমকল কর্মীরা এসে ল্যাডার ব্যবহার করে ৬ জনকে উদ্ধার করেন। এখ🐟নও ভেঙে যাওয়া অংশের কিছুটা বি💖পজ্জনকভাবে ঝুলে রয়েছে। বহু পুরনো বাড়ি। যদিও বিল্ডিংয়ের মালিকের দাবি, কিছুদিন আগেই ছাদ মেরামত হয়েছে। বর্ষার কাজ চলছে ধীর গতিতে। পুরসভাকে বিষয়টি জানানো হয়েছে। ঘটনাস্থলে আসে বড়বাজার থানার পুলিশও। যে অংশ ভেঙে পড়েছে সেখানে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড করে দেওয়া হয়েছে।