রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে দেখা হলেও হতাশা ধরা পড়ল জুনিয়র ডাক্তারদের গলায়। সোমবার রাজভবনে গিয়ে ডেপুটেশন তুলে দিয়েও রাজ্যপালের থেকে কোনও আশ্বাস মেলেনি বলে দাবি করেছেন ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র প্রতিনিধিরা। তাঁদের দাবি, রাজভবনের অফিসারদের সঙ্গে মূলত কথಌা বলেছেন। রাজ্যপালের হাতে স্রেফ ডেপুটেশন তুলে দেওয়ার সুযোগ পেয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনকারীরা। আর রাজ্যপালের সঙ্গে জুনিয়র ডাক্তারদের প্রতিনিধি দলের সাক্ষাৎ নিয়ে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস নেতা তথা তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্য। তাঁর দাবি, যে ব্যক্তির বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ আছে, তাঁর কাছে জ🍌ুনিয়র ডাক্তাররা গিয়েছেন আরজি কর মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের ঘটনার বিচার চাইতে।
মিছিল করে রাজভবনে জুনিয়র ডাক্তাররা
তৃণমূলের তরফে আক্রমণ শানালেও সোমবার যে মিছিল করে গিয়ে ✅তাঁরা রাজ্যপালের কাছে ডেপুটেশন জমা দেবেন, তা আগেই জানিয়েছিলেন জুনিয়র ডাক্তাররা। সেইমতো মিছিল করে দুপুর সাড়ে তিনটের কিছুটা পরে তাঁরা রাজভবনের সামনে পৌঁছে যান। ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র ১২ জন প্রতিনিধি রাজভবনের ভিতরে ঢোকেন। রাস্তায় অপেক্ষা করতে থাকেন অন্যান্য জুনিয়র ডাক্তার এবং সাধারণ মানুষ।
'বলা হয় যে রাজ্যপাল রেস্ট নিচ্ছেন'
অনেকক্ষণ পরে রাজভবন থেকে বেরিয়ে ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফ্রন্ট’-র অন্যতম ‘মুখ’ দেবাশিস হালদার জানান, তাঁদের পাঁচজন প্রতিনিধি রাজ্যপালের সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছেন। তাঁর কথায়, ‘ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টর♊স ফ্রন্টের ১২ জন প্রতিনিধি রাজভবনের ভিতরে গিয়েছিলাম। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি। কারণ তখন জানানো হয় যে♍ রাজ্যপাল মহাশয় রেস্ট নিচ্ছেন, বিশ্রাম করছেন। তো আমরা বেশ কিছুক্ষণ অপেক্ষা করি।’
সেইসঙ্গে তিনি জানান, রাজ্যপালের সঙ্গে দেখা করতে আরও একটি প্রতিনিধি দল এসেছিল। তাঁরা রাজ্যপালের সঙ্গে দেখা করেন। জুনিয়র ডাক্তারদের পাঁচজনের প্রতিনিধির সঙ্গেও দেখা করেন রাজ্যপাল। ডেপুটেশন জমা দেওয়া হয়। তবে তাঁর সঙ্গে কোনও কথাবার্তা হয়নি। রাজভবনের আধিকারিকদের ক্ষোভের🍨 কথা বলা হয়।
হিপোক্রেসি নাকি ধ্যাষ্টামো? কটাক্ষ দেবাংশুর
আর সেই সাক্ষাৎ নিয়ে জুনিয়র ডাক্তার এবং রাজ্যপালকে একাধারে আক্রমণ শানিয়ে তৃণমূলের তথ্যপ্রযুক্তি সেলের প্রধান দেবাংশু বলেন, 'নারী নির্যাতনে অভিযুক্ত এক ব্যক্তির কাছে নারী নির্যাতন সংক্রান্ত বিচার চাইতে গিয়েছেন জুনিয়র ডাক্তারবাবুরা! এটাকে হিপোক্রেসি বলব 𓄧না ধ্যাষ্টামো?'