সুপ্রিম কোর্টে SSC মামলার শুনানিতে তাঁর নাম ওঠায় শাসকদল তৃণমূল কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঙ্গলবারের শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বিজেপিতে যোগদানের কথা বলে হাইকোর্টের রায়কে পক্ষপাতদুষ্ট বলে উল্লেখ করার চেষ্টা করেছিলেন কয়েকজন আইনজীবী। সেজন্য প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ভর্ৎসনার মুখে পড়েন তাঁরা। এদিন সেই প্রসঙ্গের উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘দুই গালে চডꦉ় খেয়ে এসেꦑছে।’
আরও পড়ুন: প্রাথমিকেও দেদার দুর্নীতি, রিপোর্ট দিল CBI, খাঁড়া ঝুলছে ৩২ হ𒀰াজার চাক🀅রির ওপর
পড়তে থাকুন: সন্দেশখালিতে ধর্মের ভিত্তিতে মহিলাদের ধর্ষণ করেছে শে💫খ শাহজাহানরা: অমিত শাহ
মঙ্গলবার সুপ্রিম কোর্টে ভারতের প্রধান বিচারপতি ডিওয়াই চন্দ্রচূড়ের ডিভিশন বেঞ্চে প্রায় গোটা দিন SSC মামলার শুনানি হয়। শুনানির দ্বিতীয়ার্ধে কয়েকজন আইনজীবী বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম করে তাঁর বিজেপিতে যোগদানের প্রসঙ্গ উল্লেখ করে দাবি করেন, তাঁকে শাস্তি দিতচে হবে। এক🧔থা শুনেই আইনজীবীদের ধমক লাগান প্রধান বিচারপতি। বলেন, ‘আমরা মূল বিষয় থেকে সরে যাচ্ছি। এখানে কোনও প্রাক্তন বিচারপতির আচরণ বিশ্লেষণ করা হচ্ছে না।’ এদিন সেকথা উল্লেখ করে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, ‘আজ তৃণমূলের উকিলরা আমার নাম করে সুপ্রিম কোর্টে বলতে গিয়েছিল। জাস্টিস গঙ্গোপাধ্যায় বলে একজন ছিলেন, তিনি বিজেপিতে যোগদান করেছেন। তখন প্রধান বিচারপতি তাদের মুখের ওপরে বলে দিয়েছেন, কাদা ছোড়াছুড়ির জায়গা এটা নয়। এখানে কাদা ছুড়বেন না। এতে তৃণমূলের খুব মন খারাপ হয়েছে। কারণ চোরগুলোকে আমিই ধরা শুরু করেছিলাম।’
আরও পড়ুন: মমতা একজন নোংরা রাজ🐭নীতিবিদ𝐆, ঈশ্বরের পক্ষেও ওকে বাঁচানো কঠিন: সিভি আনন্দ বোস
মঙ্গল🌸বারের শুনানির পর ২৫,৭৫৩ জনের চাকরি খারিজের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। ফলে আপাতত তারা চাকরিতে বহাল থাকবেন। সঙ্গে অযোগ্যদের বেতন ফেরতের নির্দেশে স্থগিতাদেশ দিয়েছে আদালত। আদালত জানিয়েছে, SSC যোগ্য ও অযোগ্যদের শনাক্ত করতে পারলে গোটা প্যানেল বাতিলের প্রয়োজন নেই। কারণ গোটা প্যানেল বাতিলে প্রভাব বিশাল ও সুদূরপ্রসারী।