ধর্মতলার সভা থেকে আবার রাজ্যের তৃণমূল কংগ্রেস সরকারকে উপড়ে ফেলার ডাক দিলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর দাবি, ২০২৬ বিধানসভা নির্বাচনে বাংলায় তৃণমূল কংগ্রেসকে উ✤ৎখাত করে দুই তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে বিজেপির সরকার গড়বে। কিন্তু বছর ঘুরলেই তো লোকসভা নির্বাচন। সেখানে কত আসন পাবে বিজেপি? এবার নির্দিཧষ্ট করে কোনও সংখ্যা বললেন না অমিত শাহ। আগে বলেছিলেন, ৩৫টি আসন জিতবে বিজেপি। আর এবার বিজেপির সভায় জমায়েত সমর্থকদের নিয়ে শুরুতেই অভিযোগ করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। প্রশ্ন করলেন, ‘বাংলার আওয়াজ কোথায় হারিয়ে গেল?’
এখন রাজ্য–রাজনীতিতে লোকসভা নির্বাচনে বাংলা থেকে কত আসন পাবে? এইౠ প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কারণ আজ, বুধবার ধর্মতলার সভা থেকে বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার বলেন, ‘বাংলা থেকে আমরা লোকসভা নির্বাচনে ৩৫টি আসন জিতব। এটাই আমাদের লক্ষ্য।’ তখন সভামঞ্চ𝄹ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বসে থাকলেও সম্মতি দেননি। আর সে কথা শোনা যায়নি তাঁর কথাতেও। তৃণমূল কংগ্রেস সরকারকে আক্রমণ করলেও ৩৫টি আসনের কথা না বলায় অস্বস্তি বেড়েছে বিজেপি নেতাদের। অমিত শাহের কথায়, ‘আগের বার ১৮টা আসন দিয়েছিলেন এবার ৩৫টা দেবেন তো?’ সেভাবে আওয়াজ এল না। তখনই প্রশ্ন করে উঠলেন শাহ, ‘বাংলার আওয়াজ গেল কোথায়?’
এই ঘটনার পর আর একবারও সংখ্যার কথা বলতে শোনা যায়নি তাঁকে। বরং এড়িয়ে গিয়ে বেশি আসনের কথা বলেন অমিত শাহ। তাঁর বক্তব্য, ‘২০২৪ সালে মোদীজিকে প্রধানমন্ত্রী বানাতে হবে কি না? ২০২৬ সালে বাংলায় বিজ𓂃েপি সরকার করতে হবে কি না? আমার সঙ্গে দুই হাত তুলুন এবং জোরের সঙ্গে বলুন ভারত মাতা কি জয়। আমি বাংলার মানুষকে ধন্যবাদ দেবো ১৮ জন সাংসদ এবং ৭৭ জন বিধায়ক দেওয়ার জন্য। বাংলার মানুষ ২ কোটি ৩০ লক্ষ ভোট দিয়েছেন। ২৪ সালে মোদীকে ফের জেতান। তাহলেই ২৬ সালে বাংলায় বিজেপি সরকার হবে। পরের বিধানসভা ভোটে ২০০’র বেশি ভোটে জিতবে বিজেপি। দুর্নীতিগ্রস্ত, পরিবারবাদী তৃণমূল কংগ্রেস বাংলায় ভাল ফল করতে পারে না। ২০২৪ সালে বিজেপিকে বাংলা থেকে বিপুল ভোটে জেতান।’
আরও পড়ুন: ‘মানু꧅ষের উপর অত্যাচারে⛎র কড়ায়–গন্ডায় হিসেব হবে’, বিধানসভায় হুঙ্কার মমতার
কিন্তু কত আসন চাই বিজেপির বাংলা থেকে? এই প্রশ্ন অমিত শাহের সভার পর বড় হয়ে দেখা দিয়েছে। কারণ তিনি আর সংখ্যার উচ্চারণ করছেন না। লোকসভা নির্বাচনে সেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নামে বাংলায় ভোট চাইলেন। সুতরাং বঙ্গ–বিজেপির উপর যে ভরসা নেই সেটা বুঝিয়ে দিলেন কৌশলেই। অমিত শাহ বলেন, ‘আপনি সন্ত্রাস করে জিতেছেন। তাও আমরা ৭৭টি আসন পেয়েছি। আমরা ২০২৬ সালে দুই তৃতীয়াংশ ভোট নিয়ে জিতব। ২০২৪ সালে মানুষকে অনুরোধ করব এত আসন দিন যাতে মোদী বলেন, আমি প্রধানমন্ত্রী হয়েছি বাংলার জন্য। কমিউনিস্ট, তৃণমূল কংগ্রেস কখনও বাংলার ভাল করতে পারে না। বাংলার ভাল, স🎉োনার বাংলা তৈরির কাজ কেবল বিজেপি করবে।’