কলকাতায় একটি পার্কের রেলিংয়ে বিদ্ধ হয়ে মৃত্যু হল একটি ঘোড়ার। কার্যত চিকিৎসার অভাবেই ঘোড়াটির মৃত্যু হয়েছে বলে অভিযোগ তুলেছে পশুপ্রেমী সংস্থা। প্রাথমিক অনুমান, ঘোড়াটি খাবারের জন্য রেলিং টপকে পার্কে ঢুকেছিল এবং সেটি টপকে বেরোনোর সময় রেলিংয়ের সূচালো অংশ ঘোড়াটির পেটে বিদ্ধ হয়ে যায়। শনিবার ঘটনাটি ঘটে ময়দানের বিড়লা প্ল্যানেটরিয়ামের উল্টোদিকের একটি পার্কের রেলিংয়ে। খবর পেয়ে ট্রাফিক পুলিশ, শেকসপিয়র সরণি থানা ও ময়দান থানার পুলিশ পৌঁছে ঘোড়াটিকে রেলিং থেকে বের করে। কিন্তু, তাকে 🌃বাঁচানো সম্ভব হয়নি। শহরে প্রায়ই এই ধরনের ঘটনা ঘটꦚে থাকে বলেই অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা।
আরও পড়ুন: 🍎হুমড়ি খেয়ে পড়ল দুটি ঘোড়া, হাড় ভেঙে যন্ত্রণায় কাতরাচ্ছে! অভিযোগ দায়ের P𝔉ETA-র
জানা গিয়েছে, ঘোড়াটির দুটি পা ছিল পার্কের ভিতর এবং অন্য দুটি পা পার্কের বাইরে। আর রেলিংয়ের সূচালো অংশ পুরোপুরি ঘোড়াটির পেটের ভিতরে গেঁথে গিয়েছিল। এই অবস্থায় নাড়াচড়া প্রায় বন্ধ হয়ে গিয়েছিল ঘোড়াটির। সেখানে পুলিশ গিয়ে নানাভাবে টানাটানি করে ঘোড়াটিকে বার করার চেষ্টা করে। কিন্তু, তাতে কাজ হয়নি। অবস্থা আরও খারাপ হয়ে যায়। অবশে𓆉ষে ঘোড়াটিকে সেখান থেকে বের করা সম্ভব হলেও পেট থেকে সবকিছু বাইরে বেরিয়ে আসে। কার্যত রক্তে ভেসে যায় ওই জায়গাটি। কিন্তু, সেখানে কোনও পশু চিকিৎসক আসেনি বলেই অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা। পশু অধিকার আন্দোলনের কর্মী রাধিকা বসুর অভিযোগ, কারও সাহায্য পাওয়া যায়নি। ঘোড়পুলিশে খবর দেওয়া হলেও তাদের কোনও পশু চিকিৎসক আসেননি। অবশেষে একজন এসে ব্যথা কমানোর ওষুধ দেন। কিন্তু, তাতে কোনও লাভ হয়নি। শেষে ঘোড়াটিকে বেলগাছিয়া পশু হাসপাতালে নিয়ে যাওয়া হয় ঘোড়াটিকে। কিন্তু, সেখানে গিয়েও কারও সাহায্য পাওয়া যায়নি বলেই অভিযোগ তুলেছেন পশুপ্রেমীরা। এই অবস্থায় ওই পশুপ্রেমী সংস্থার তরফে একজন চিকিৎসক এসে অবশেষে ঘোড়াটিকে ইউথ্যানেশিয়ার ইনজেকশন দেওয়ার সিদ্ধান্🍌ত নেন।