মহালয়া চলে গিয়েছে। এবার বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই তো বেড়াতে যাওয়া। টানাꦆ ছুটি। আর কলকাতা বিমানবন্দরে গেলেই বোঝা যাচ্ছে পুজো এসে গিয়েছে। সেপ্টেম্বরের যাত্রী পরিবহণের হিসাব বলছে, গত পাঁচ বছরে সেপ্টেম্বর মাসে এত বিপুল সংখ্য়ক যাত্রী আগে কোনওদিন হয়নি। ২০১৯ সালে কলকাতা বিমানবন্দরে যাত্রী সংখ্যা ছিল ১৭.৪ লাখ। আর ২০২৪ সালের সেপ্টেম্বর মাসে যাত্রী সংখ্যা হয়েছে ১৬.৮ লাখ জন। অর্থাৎ ২০১৯ সালে যত যাত্রী হয়েছিল সেই সংখ্য়াকে এবারও ছাপিয়ে যেতে পারেনি। তবে এবার যত সংখ্যক যাত্রী হয়েছে কলকাতা বিমানবন্দরে গত ৫ বছরে তত সংখ্য়ক যাত্রী হয়নি।
টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে গত কয়েক সপ্তাহে কলকাতা বিমানবন্দরে যাত্রী✱ সংখ্যা একেবারে হু হু করে বেড়েছে। এয়ারপোর্ট ডিরেক্টর প্রভাত রঞ্জন বেউরিয়া বলেন, এয়ারপোর্টে যাত্রী স্বাচ্ছন্দ্🅘য বৃদ্ধির জন্য আমরা অতিরিক্ত কর্মী মোতায়েন করেছি, ব্যস্ততম সময়ে আমরা ডিজি যাত্রা লেন খুলে দিচ্ছি।
যে তথ্য মিলেছে সেই অনুসারে জানা গিয়েছে, ২০২৩ সালের সেপ্টেম্বর মাসে ১৫.৬ লাখ যাত্রী এসেছিলেন কলকাতা বিমানবন্দরে। ২০২০ ও ২০২১ সালে মূলত অতিমারি পরিস্থিতি ছিল গোটা বিশ্বজুড়ে। সেবার মোটামুটি ৬ লাখ যাত্রী ছিল ২০২০ সালের ওই মাসে আর ৮.৯ লাখ যাত্রী ছিল ২০২১ সালের💝 সেপ্টেম্বর মাসে। ২০২২ সালের সেপ্টেম্বর মাসে সব মিলিয়ে যাত্রী সংখ্যা ছিল ১৩.৬ লাখ।
আর এবার ২০২৪ সাল। সামনেই পুজো। তার আগে কলকাতা বিমানবন্দরে একেবারে গিজগিজ করছে ভিড়। এই সময়কালের মধ্যে ৮৪,২৫৮জন যাত্রী শহরের মধ্য়ে প্রবেশ করেছে। আর ৯০,৭ꦺ১৯জন যাত্রী শহর ছেড়ে বিমানে অন্য কোথাও যাত্রা করেছেন।