মুখ্যমন্ত্রীকে একের পর এক চিঠির পর এবার কি কড়া কোনও সিদ্ধান্তের পথে হাঁটতে চলেছেন চিকিৎসকরা। ইন্ডিয়ান মেডিক্যাল অ্যাসোসিয়েশনের তারই ইঙ্গিত মিলছে। শুক্রবার নবমীর সন্ধ্যায় কলকাতায় আসছেন IMAএর সভাপতি আরভি অশোকন। সন্ধ্যায় সাংবাদিক ব🔴ৈঠক করার কথা রয়েছে তাঁর। সেখানেই দেশের সর্ববৃহৎ চিকিৎসক সংগঠনের তরফে কোনও কড়া পদক্ষেপ করা হয়েছে বলে মনে করা হচ্ছে।
আরও পড়ুন - ‘বাংলায় ন্যায়ের জন্য লড়াই জꦐারি থাকবে’ꦅ, দুর্গাপুজোয় কলকাতা এসে বার্তা নড্ডার
পড়তে থাকুন - কার টাকায় সঞ্জয় রায় মদ খেয়েছিল? আরজি কাণ্ডে সিবিআইಌ 🌺চার্জশিটে নয়া মোড়
জানা গিয়েছে শুক্রবার বিকেলে কলকাতা পৌঁছবেন অশোকন। বিমানবন্দর থেকে সোজা আরজি কর মেডিক্যাল কলেজে পৌঁছে আসুস্থ অনশনকারী জুনি🍰য়র ডাক্তার অনিকেত মাহাতোর সঙ্গে দেখা করবেন তিনি। সেখান থেকে যাবেন ধর্মতলার অনশনমঞ্চে। সেখানে শুক্রবার সন্ধ্যায় গণ সমাবেশের ডাক দিয়েছে ওয়েস্ট বেঙ্গল জুনিয়র ডক্টরস ফোরাম। সে🍰ই সমাবেশে বক্তব্য রাখতে পারেন IMAর সভাপতি। এর পর সাংবাদিকদের মুখোমুখি হতে পারেন তিনি। সেখানে IMAর তরফে কড়া কোনও পদক্ষেপ ঘোষণা করতে পারেন অশোকন।
আইএ🧸মএর পশ্চিমবঙ্গ শাখার চেয়ারম্যান সৌরভ দত্ত বলেন, ‘সরকারের অসংবেদশীলতায় আমরা শুধু হতাশ নই, বরং ক্ষিপ্ত। আমরা মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে আগেই সেকথা জানিয়েছি। কিন্তু তার পরও অনশকারীদের সঙ্গে কোনও সদর্থক আলোচনায় বসেনি সরকার। এর পর আমরা কড়া পদক্ষেপ করতে বাধ্য হবো।’
আরও পড়ুন - আলিꦫপুর চিড়িয়াখানায় নতুন আকর্ষণ দক্ষিণ আমেরিকার আলপাকা, উদ্ধার করেছিল BSF
শুক্রবার সপ্তম দিনে পড়েছে জুনিয়র ডাক্তারদের আমরণ অনশন। ইতিমধ্যে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়♔েছেন চিকিৎসক অনিকেত মাহাতো। আরও ২ জন অনশনকারীকে হাসপাতালে ভর্তি করা দরকার বলে জানাচ্ছেন চিকিৎসকরা। তবে তাঁরা অনশন মঞ্চ ছাড়তে নারাজ। শুক্রবার বিকেলের গণ সম্মেলনে ফের একবার ধর্মতলায় জনজোয়ার নামবে বলে মনে করা হয়েছে। আন্দোলনের পাশে দাঁড়াতে সমস্ত মানুষকে আহ্বান জানিয়েছেন জুনিয়র ডাক্তাররা।