কলকাতা বিমানবন্দরে গতকাল ইন্ডিগোর একটি বিমান জরুরি অবতরণ করে বলে জানা গিয়েছে। রিপোর্ট অনুযায়ী, কলকাতা থেকেই বিমানটি টেকঅফ করেছিল। এরপরই ডানদিকের ইঞ্জিনে সমস্যা দেখা দেয়। এর জেরে গন্তব্যের দিকে না গিয়ে মুখ ঘুরিয়ে ফের কলকাতাতেই ফিরে আসে বিমানটি। বিমানে ১৬৯ জন যাত্রী এবং ক্রু ছিলেন। সকলেই নিরাপদে আছেন বলে জানা গিয়েছে। (আরও পড়ুন: দীর্ঘ বৈঠকে মমতা-অভিষেক, আরজি কর কাণ্ডের আবহে দল-সরকারে আসব👍ে বড় বদল?)
আরও পড়ুন: আরও ঘনী꧑ভূত আরজি করের লাল জামা রহস্য, ডিসি সেন্ট্রালের দেওয়া তথ্য কি ভু⛎ল?
আরও পড়ুন: আরজি করে চিকিৎসক ধর্ষণ ও ꦡখুনের ঘটনায় ডিএনএ মিলল শুধু একজনের: রিপোর্ট
রিপোর্টে দাবি করা হচ্ছে., গতকাল বেঙ্গালুরুগামী ইন্ডিগো ৬ই ৫৭৩ বিমানটি ১৬৩ জন যাত্রী এবং ৬ জন ক্রু সদস্যকে নিয়ে রাত সাড়ে দশটা নাগাদ টেকঅফ করেছিল। এর পরপরই পাইলট লক্ষ্য করেন, ডানদিকে ইঞ্জিন ঠিকমতো কাজ করছে না। এই আবহে এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ করেন পাইলট। বিমানটিকে ঘুরিয়ে কলকাতায় জরুরি ভিত্তিতে অবতরণের আবেদন জানানো হয়। সঙ্গে সঙ্গে সেই অনুমতি দেওয় হয়। কলকাতা বিমাবন্দরেও সতর্কতা জারি করাহ হয়েছিল। (আরও পড়ুন: 'গো-ভক্ষক' সন্দেহে বাংলার যুবককে খুন BJP 🍸শাসিত রাজ্যে, তদন্তে ঢিলেমির অভিযোগ)
আরও পড়ুন: 'হতে পারে পরিকল্পিত খু🃏ন, জড়িত থাকতে পারে ঘনিষ্ঠরা', RG🅘 কর নিয়ে মনে করছে CBI: রিপোর্ট
জানা গিয়েছে, বিমানটি আকাশে উড়ে যাওয়ার পর থেকেই ডানদিকের ইঞ্জিনে গোলমাল দেখা দেয়। এই আবহে অবতরণে করতে চেয়ে অনুমতি পেয়েই ফের নীচে নামতে𝔉 শুরু করে বিমানটি। এদিকে ততক্ষণে জরুরি অবতরণের কথা মাথায় রেখে রানওয়েতে দমকলের ইঞ্জিন এসে পৌঁছায়। পরে অবশ্য বিমানটিকে নিরাপদে অবতরণ করান পাইলট। দ্রুত যাত্রীদের বিমান থেকে বের করে আনা হয়। এরপর বিমান বন্দরের ইঞ্জিনয়ররা এসে বিমানটিকে খতিয়ে দেখেন।
আরও পড়ুন: 'চাপে মাথা নত নয়, বিচার না পাওয়♚া পর্যন্ত চলব▨ে আন্দোলন', বললেন আরজি করের নয়া MSVP
এদিকে এক রিপোর্টে দাবি করা হয়েছে, সেই উড়ানের এক যাত্রী নাকি অভিযোগ করেন, বিমানের ইঞ্জিনে আগুন লেগে গিয়ে়ছিল। তবে ঠিক কী যান্ত্রিক𒆙 সমস্যা ছিল বিমানের ইঞ্জিনে, তা জানা যায়নি। এ💖দিকে যাত্রীরা এই ঘটনায় স্বভাবতই উদ্বেগ এবং ক্ষোভ প্রকাশ করেন। তবে নিরাপদে মাটি ছুঁতে পেরে অনেকেই স্বস্তিতে।