ভোট পরবর্তী হিংসা নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তোপ দাগলেন বিজেপি নেতা সম্বিত পাত্র। মুখ্যমন্ত্রীকে নিশানা করে বিজেপি নেতার তোপ, ‘মায়ের কোল খালি হয়ে যাওয়া কোনও সাধারণ বিষয় নয়। এটা আসলে গণতন্ত্রের হত্যা।’ভবানীপুরের বিজেপি প্রার্থী প্রিয়াঙ্কা টিব্রেয়ালের হয়ে এদিন প্রচারে আসেন বিজেপি নেতা সম্বিত পাত্র। ভোট পরবর্তী হিংসায় বলি বিজেপি কর্মী অভিজিৎ সরকারের মা ও আরেক বিজেপি কর্মী মানস সাহার স্ত্রীকে পাশে নিয়ে নিয়ে বিজেপি নেতা জানান, ‘আমার পিছনে যে যে মা বসে কাঁদছেন, তাঁদের কান্নার কী কোনও মূল্য নেই। চোখের জলের হিসাব দিতে হবে। আজ না হোক কাল একদিন না একদিন হিসাব দিতেই হবে। কারো চোখের জল নিয়ে সরকার চালানো কী পুন্যের কাজ?’ মৃত বিজেপি কর্মী অভিজিৎ সরকারের প্রসঙ্গ তুলে বিজেপি নেতা জানান, ‘অভিজিতের ভাইয়ের কাছে ছবিতে দেখলাম, অভিজিৎ নরকঙ্কালে পরিণত হয়েছিল।’ মৃত মানস সাহার স্ত্রী প্রীতি সাহার প্রসঙ্গ তুলে বিজেপি নেতা জানান, ‘ওনার মুখের দিকে তাকাতে পারছি না। আমি তো একজন মানুষ। আমারও তো মা, বোন, স্ত্রী রয়েছে। উনি এখন শোকে পাথর হয়ে গিয়েছেন। সিঁদুর মোছেননি।’ভবানীপুর উপনির্বাচনকে সামনে রেখে ভোট পরবর্তী হিংসাকে হাতিয়ার করতে চাইছে বিজেপি। সেই লক্ষ্যেই এবার প্রচারের শেষ পর্বে এসে রাজ্যে ঘটে যাওয়া হিংসার ঘটনাকে সামনে রেখে তৃণমূলকে বিঁধলেন বিজেপি নেতা। ইতিমধ্যে ভোট পরবর্তী হিংসার মামলা আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালতের নির্দেশেই এই ঘটনার সিবিআই তদন্ত চলছে। এই পরিস্থিতিতে বিজেপির নেতার তোপ, হিংসার বলি তৃণমূল কর্মীদের মা ও স্ত্রীর কান্নার হিসাব তৃণমূলকে দিতে হবে।