এগরা বিস্ফোরণ কাণ্ডের আপাতত তদন্ত করবে সিআইডি। ব♌িরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এনআইএ তদন্তের আর্জি জানিয়েছিলেন। সেই আর্জি খারিজ করে দিয়েছে আদালত। ১২ জুন সিℱআইডির কাছ থেকে এই বিস্ফোরণ কাণ্ডের রিপোর্ট তলব করেছে আদালত।
বৃহস্পতিবার প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানমের ডিভিশন বেঞ্চে এই মামলার শুনানি হয়। এফআইআর করে সিআইডি তদন্ত ইতিমধ্যে শুরু হয়েছে বলে রাজ্য বেঞ্চে জানায়। এদিন শুনানি চলাকালীন এগরার বিস্ফোরণস্থলের ছবি হতবাক হয়ে যান প্রধান বিচারপতি। তিনি উদ্বেগ প্রকাশ করে বলেন, 'হে ভগবান এত ছিন্নভিন্ন দেহ।' সব শুনে তিনি সিআইডি তদন্তই চালিয়ে যেতে বলেন। রাজ্য দায়ের করা এফআইআর-এ বিস্ফোরণের ধারা নেই। তা নিয়ে সওয়াল করেন মামলকারীর আইไﷺনজীবী। হাইকোর্ট রাজ্য সরকারে বিস্ফোরক দ্রব্য আইনের অধীনে মামলা করার নির্দেশ দিয়েছে।
আদালত নির্দেশ আরও বলেছে, এনআইএ আইনের ধারার ৬-এর বিধানগুলি মেনে চলার। যে বিধানে বলা হয়েছে, তদন্ত সমস্ত রিপোর্ট কেন্দ্রীয় তদন্তকারী সং🅰স্থাকে পাঠাতে হবে।
মামলায় পূর্ব মেদিনীপুরে এগরার খাদিকুল গ্রামে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আর্জি জানিয়েছিলেন বিরোধী দলনেতা। এ নিয়ে আদালত কোনও র্নিদেশ দেয়নি। গ্রামে আইনশৃঙ্খলা বজায় রাখতে অতিরিক্ত পুলিশ বাহিনী মোতায়েন করার নির্দেশ দিয়েছে। (পড়তে পারেন। এগরা বিস্ফোরণ কাণ্ডে দু꧋’জনকে গ্রেফতার ক♌রল পুলিশ, শোকজ থানার আইসি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে সিআইডি। )
গত মঙ্গলবার এগরার খাদিকুল গ্রামে বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ৯ জনের মৃত্যু হয়। বিস্ফোরণে ঝলসে গিয়ে হাসপাতালে চিকিৎসাধীন ৪ জন। এই ঘটনায় মূল অভিযুক্ত কৃষ্ণপদ বাগ ওরফে ভানুকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার পর এনআইএ তদন্তের দাবি করে আদালতের দ্বারস্থ হয়েছিলেন শুভেন্দু। মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, এনআইএ তদন্ত হলে আপত্তি নেই। কিন্তু আদালত আপাতত এনআইএ তদন্তের প্রয়োজন নেই বলে মনে করছে। (পড়ুন। অবশেষে গ্রেফতার ভানু বাগ, এগরা বিস্ফোরণ কাণ্ডের চাঁই প🌃💞াকড়াও কটকে )