বাগুইআটি থেকে নাটকীয় কায়দায় অপহরণকারীদের হাত থেকে উদ্ধার করে নিয়ে আসা হল এক ইঞ্জিনিয়ারকে। ইতিমধ্যে এই ঘটনায় জড়িত সন্ꦓদেহে সাত জনকে গ্রেফতার করেছে ডোমজুড় থানার পুলিশ। আর কেউ জড়িত আছে কিনা, পুলিশ তা খতিয়ꦺে দেখছে।
পুলিশ সূত্রে খবর, পে🐻শায় সিভিল ইঞ্জিনিয়ার ভাস্কর মাঝি উলবেড়িয়ায় একটি বেসরকারি সংস্থায় কাজ করেন। ভাস্তরের বাড়ি হাওড়ার ডোমজুড়ে। শনিবার সকালে নগদ ১০ লাখ নিয়ে পাওনাদারদের দেওয়ার জন্য বাগুইআটি গিয়েছিলেন ভাস্কর। বেসরকারি সংস্থার হয়ে টাকাটা দিতে গিয়েছিলেন তিনি। তখনই পাওনাদাররা তাঁকে আটকে রাখে। এরপর একটি অজানা নম্বর থেকে ফোন করে ভাস্করের স্ত্রীর কাছ থে💧কে আরও টাকা চাওয়া হয়। ফোনে স্ত্রীকে বলা হয়, ভাস্কর যে টাকা নিয়ে এসেছে, সেগুলি সব জাল। দুই লাখ টাকা যদি দেওয়া হয়, তাবেই ইঞ্জিনিয়ারকে ছাড়া হবে। অপহরণকারীরা স্ত্রীর কাছে একটি অ্যাকাউন্ট নম্বরও পাঠায়। সেই অ্যাꦜকাউন্টে ১০ হাজার টাকা ফেলা হয়েছে বলেও ভাস্করের স্ত্রী জানায়।