খিদিরপুরের ৯ নম্বর বোরোর অন্তর্গত ৭৭𝕴 নম্বর ওয়ার্ডের মানসত্তালা লেনে চালু হয়ে গেল ন্যায্যমূলের ডায়াগনস্টিক সেন্টার। যার পরিচালনায় কলকাতা পুরসভা। বুধবার এই সেন্টারটির উদ্বোধন করেন মেয়র ফিরহাদ হাকিম। স্বাস্থ্যসাাথীতে নির্ধারিত মূল্যের প্রায় ৬২🎉 শতাংশ কমে এখানে স্বাস্থ্য পরীক্ষা করাতে পারবেন।
পুরসভা সূত্রে খবর, সিটি স্🍸ক্যান এবং এমআরআই পরিষেবাই বর্তমানে ওই ডায়াগনস্টিক সেন্টারে পাওয়া যাবে। ধাপে ধাপে আলট্রাসোনোগ্রাফি, ডিজিট্যাল এক্স রে মতো পরিষেবা শুরু হবে।
কতটা কম খরচ?
পরীক্ষার খরচের অঙ্ক কম ধরা হয় স্বাস্থ্যসাথীতে। তার চেয়েও ৬২ শতাংশ কমে পরিষেবার মিলবে এই ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টারে। স্বাস্থ্যসাথী কার্ডে হোল অ্যাবডোমেন অথবা🅰 সম্পূর্ণ পেটের সিটি স্ক্যান করাতে খরচ পড়ে ১৭৪০ টাকা। সেখানে মাত্র ৬৬২ টাকায় করানো যাবে পেটের সিটি স্ক্যান।
আপার অ্যাবডোমেন অথবা লোয়ার অ্যাবডোমেনের সিটি স্ক্যান করাতে স্বাস্থ্যসাথী কার্ডে খরচ পড়ে ৮৭০ টাকা। পুরসভার এই সেন্টারে মাত্র ৩৩১ টাকায় করানো যাবে তলপেট কিংবা উপরের পেটের সিটি স্ক্𒁏যান। সব ক্ষেত্রে স্বাস্থ্যসাথীর চেয়ে ৬২ শতাংশ কমে মিলবে এই পরিষেবা। ফেয়ার ꦚপ্রাইস ডায়াগনস্টিক সেন্টারে কোমর অথবা ঘাড়ের সিটিস্ক্যানও করানো যাবে।
(পড়ুন। জাতীয় সঙ্💃গীত অবমাননা মামলায় এখনই চার্জশিট নয়, হাইকোর্টের নির্দেশে বিজেপি শিবিরে স্বস্তি)
♐পরিষেবাটির উদ্বোধনের পর মেয়র জানান, মাত্র ২২৬ টাকায় সি টি স্ক্যান এবং মাত্র ৯৪০ টাকায় এমআরআই করা যাবে এই ডায়াগনেস্টিক সেন্টারে।
বুধবার সেন্টারটির উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মেয়র ফিরহাদ হাকিম। এছাড়া ছ▨িলেন, স্থানীয় কাউন্সিলর রেহানা শামিম খান, বোরো চেয়ারম্যান দেবলীনা বিশ্বাস, অসীম বসু সহ পুরসভཧার আধিকারিকরা।
এদিন মেয়র বলেন, ‘রাজ্য সরকারের স্বাস্থ্যসাথীর নির্ধারিত মূল্যর থেকে ৬২ শতাংশ কম খ𓄧রচে সাধারণ মানুষ এই পরিষেবার পাবেন। এই ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন্টারে যে সমস্ত পরীক্ষা হবে, এবং তার জন্য কত খরচ হবে, সেই মূল্য তালিকা সেন্টারের বাইরের বোর্ডেও দিয়ে দಌেওয়া থাবে।’ তিনি দাবি করেন এটা দেশের প্রথম ন্যায্যমূলের ডায়াগনস্টিক পরিষেবা।
এই ন্যায্য🌳মূলের ডায়াগনস্টিক সেন্টার নিয়ে আশাবাদী ডেপুটি মেয়র অতীন ঘোষও। তিনি জানিয়েছেন, যাঁরা এখানের পরীক্ষার জন্য আসবেন, তাঁদের স্বাস্থ্যসাথী কার্ড আনতে হবে। এই ন্যায্যমূল্যের ডায়াগনস্টিক সেন🔯্টারটির পরিচালনায় থাকবে রিলায়েবল ডায়াগনস্টিক নাম একটি সংস্থা।