কসবায় লাঠি খেয়েছেন চাকরিহারারা। তাদের দাবি লাথিও খেয়েছেন। তবে পুলিশের দাবি, মৃদু বলপ্রয়োগ করা হয়েছিল। আর তার কারণ ব্যাখা করতে গিয়ে পুলিশের তরফে একটি ভিডিয়ো পোস্ট করা হয়েছিল। বলা ভালো বিস্ফোরক ভিডিয়🌺ো। সেই ভিডিয়োতে বলতে শোনা গিয়েছিল পেট্রল নিয়ে আয় জ্বালিয়ে দেব। এই ভিডিয়ো দেখে শিউরে উঠেছেন অনেকেই। তবে এই ভিডিয়োর সত্যতা যাচাই করেনি হিন্দুস্তান টাইমস বাংলা। তবে এবার কলকাতা পুলিশের পোস্ট করা সেই ভিডিয়োর ব্যাখা দিয়েছেন চাকরিহারারা।
আনন্দবাজার অনলাইনের প্রতিবেদন অনুসারে জানা গিয়েছে যোগ্য শিক্ষক শিক্ষিকা অধিকার মঞ্চের আহ্বায়ক মেহবুব মণ্ডল কলকাতা পুলিশের পোস্ট করা এই ভিডিয়োর প্রসঙ্গে জানিয়েছেন, কসবার ঘটনাস্থলে প্রচুর সংবাদমাধ্য়ম ছিল। প্রচুর ভিডিয়ো ক্লিপিং রয়েছে। কিন্𓃲তু এমন একটা ভিডিয়ো ক্লিপিং নেই যেখানে আমরা জ্বালিয়ে দিতে বা পুড়িয়ে দিতে বলছি।
মেহেবুবের পাশে ছিলেন অপর চাকরিহারা শিক্ষক ম🐻হম্মদ আবদুল্লা আল মনজুম। তিনি বলেন, আমাদের মধ্য়ে কেউ এই কথা বলবে বলে মনে হয় না। বরং পেট্রল দিয়ে আমরা নিজেদের জ্বালিয়ে দিতে বাধ্য় হব যদি সসম্মানে পদ ফিরে না পাই। নিজেদের জ্বালানো ছাড়া আমাদের কাছে আর কোনও উপায় থাকবে না।
মনজুম বলেন, এটা চক্রান্ত হতে পারে। হতে পারে কেউ ওখানে গিয়ে এই কথা বল𓄧েছেন আমাদের 🀅মধ্য়ে ভাঙন ধরানোর চেষ্টা করছেন।
কসবায় স্কুল পরিদর্শকের ꧑কাছে ডেপুটেশন জমা দিতে গিয়েছিলেন। কিন্তু সেখানে একেবারে ধুন্ধুমার পরিস্থিতির মুখে পড়তে হয় তাঁদের। এরপর একাধিক ভিডিয়ো সামনে আসে। সেখানে কোথাও লোহার দরজায় ধাক্কা দ🐷িচ্ছেন চাকরিহারারা। কোথাও আবার পুলিশের লাঠি। এমনকী পুলিশ লাথি মারে বলেও খবর। তবে সব ভিডিয়োর সত্যতা যাচাই করতে পারেনি হিন্দুস্তান টাইমস বাংলা।