কয়লা ও গরু পাচার মামলায় সিবিআই গ্রেফতার করেছিল বিকাশ মিশ্রকে। জামিনে ছাড়া পেয়েছিলেন তিনি। তবে তারপরেই বিকাশের বিরুদ্ধে নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ওঠে। গ্রেফতার করে কলকাতღা পুলিশ। বিকাশ মিশ্র। আর রবিবার আলিপুর আদালতে তোলা হয়েছিল বিকাশকে। আর আদালত থেকে বেরিয়ে প্রিজন ভ্যানে ওঠার সময় চিৎকার শুরু করে দেন বিকাশ।
প্রিজন ভ্যানে ওঠার সময় বিকাশ মিশ্র চিৎকার করে বলতে শুরু করে, আমাকে মারার চক্রান্ত চলছে। আমাকে মারার চক্রান্ত চলছꦯে। আমি মুখ খুললে সরকার পড়ে য🀅াবে। চিৎকার করতে থাকেন বিকাশ। তবে তাকে নিয়ে দ্রুত চলে যায় প্রিজন ভ্যান।
এর আগে কয়লাকাণ্ডে জামিন পেয়েছিলেন বিকাশ। সেই 🙈স𒊎ময় তিনি নিজেকে নির্দোষ বলে দাবি করেছিলেন।
সেই সময় তিনি বলেছিলেন, ‘৩৫ সপ্তাহ ধরে আমি সিবিআইয়ের কাছে হাজিরা দিচ্ছি। সই করছি আর চলে আসছি। সিবিআই চার্জশিটে আমার নাম জুড়ে দেওয়া হলেও কয়লাকাণ্ডে যোগের কোনও প্রমাণ নেই। লালার সঙ🍬্গে মুখোমুখি জেরার কথা আমার জানা নেই। এখন আমি আইনি পরামর্শ নেবো। আর এই মামলায় আমি নির্দোষ।
এবার আবার বিকাশ মিশ্র বলতে শুরু করেছেন👍 আমাকে মারার চক্রান্ত চলছে। সেই সঙ্গেই তার দাবি, মুখ খুললে সরকার পড়ে যাবে। এখানেই প্রশ্ন কী এমন আছে বিকাশের কাছে য꧅ে সে মুখ খুললে সরকার পড়ে যাবে!