দু’বছর পর বিধিনিষেধহীন দুর্গাপুজো। তাও আবার ভাসিয়ে দিল বৃষ্টি। সেজে গুঁজে ঠাকুর দেখতে বেরিয়ে বৃষ্টিতে ভিজতে হয়নি এমন মানুষ এবারে পাওয়া মুশকিল। বিজয়া দশমীতেও বিভিন্ন জায়গায় হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি। আর রবিবার তো কোজাগরি লক্ষ্মীপুজো। সেদিন কেমন থাকবে আবহাওয়া? ফাটানো যাবে কি বাজি? না কি লক্ষ্মীপুজোতেও থাকতে হবে ঘরবন্দি? কী বলছেন আবহাওয়ার পূর্বাভাস?রবিবার ৯ অক্টোবর কোজাগরি লক্ষ্মীপুজো। বেসরকারি আবহাওয়া সংস্থা ওয়েদার আল্টিমার কর্ণধার রবীন্দ্র গোয়েঙ্কা জানিয়েছেন, লক্ষ্মীপুজোতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। লক্ষ্মীপুজো ও তার আগের দিন অর্থাৎ শনিবার আকাশ থাকবে আংশিক মেঘাচ্ছন্ন। দুপুরের দিকে বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে উত্তর ও দক্ষিণবঙ্গের কিছু জায়গায়। সকালের দিকে আবহাওয়া মনোরম থাকলেও বেলা বাড়লে বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি। রাতের দিকে আবহাওয়া কিছুটা আরামদায়ক হবে। লক্ষ্মীপুজোর রাতে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা কম। তবে উত্তরবঙ্গের কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। লক্ষ্মীপুজোর আগে রাজ্যের ওপর থেকে মৌসুমী বায়ু প্রত্যাহারের সম্ভাবনা কম।লক্ষ্মীপুজোর দিন অর্থাৎ রবিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ২৫ ডিগ্রি সেলসিয়াস। সর্বোচ্চ ৩৩ ডিগ্রি সেলসিয়াস। মৌসুমী বায়ু প্রত্যাহার না হওয়ায় থাকবে আর্দ্রতাজনিত অস্বস্তি।