আবাꦦর পাতালপথে বিভ্রাꦓট। বুধবার অফিসটাইমে কলকাতা মেট্রো রেলের একটি কামরার একটি দরজা খোলা রেখেই ছুটল। এই ঘটনায় ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। এমন ঘটনা কী করে ঘটল? তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। তবে নিরাপদেই শেষ স্টেশন পর্যন্ত পৌঁছেছেন যাত্রীরা। তবে অঘটন ঘটতেই পারত বলে অনেকে মনে করছেন।
ঠিক কী ঘটেছে মেট্রো রেলে? মেট্রো যাত্রীদের সূত্রে খবর, বুধবার সকাল ৯.২৯ মিনিট নাগাদ কবি সুভাষ থেকে দমদমগামী মেট্রোয় একটি কামরার দরজা খোলা ছিল। কুঁদঘাট থেকে কালীঘাট পর্যন্ত সামনের দিকের একটি কামরার একট🎃ি দরজা খোলা ছিল। তখন ভিড় ছিল মেট্রোয়। তাই যাত্রীদের লাইনে পড়ে যাওয়ার🦂 আশঙ্কা ছিল। এই ঘটনা দেখে অনেকেই আতঙ্কে চিৎকার জুড়ে দেন।
তারপর ঠিক কী ঘটল? যাত্রীদের চিৎকারে পরিস্থিতি সামাল দিতಞে আসে আরপিএফ। ছুটে আসেন মেট্রোর ইঞ্জিনিয়াররাও। তাঁরা খোলা দরজার সামনে গারꦑ্ড করে দাঁড়িয়ে পড়েন। যাতে কেউ ওখানে না যান। এই ঘটনা▨য় বেশ সমস্যাতেই পড়তে হয় যাত্রীদের। কালীঘাট স্টেশনে ট্রেন পৌঁছনোর পর দরজা বন্ধ করা সম্ভব হয়। তারপর গন্তব্যে পৌঁছায় মেট্রো রেল।
কী জানাচ্ছে মেট্রো কর্তৃপক্ষ? এই ঘটনা নিয়ে মেট্রো কর্তৃপক্ষের পক্ষ থেক♏ে জানানো হয়, যান্ত্রিক ত্রুটির জেরেই দরজা খোলা ছিল। অন্য কোনও বিষয় নয়। রেকটি পরীক্ষা করে দেখা হচ্ছে। উল্লেখ্য, আগেও একাধিকবার পাতালপথে ꦆযান্ত্রিক গোলযোগ দেখা দিয়েছে। এমনকী আগুনের স্ফূলিঙ্গ পর্যন্ত দেখা দিয়েছে। বুধবার আবার দরজা খুলেই মেট্রো ছুটল।