প্যান কার্ডের সঙ্গে আধার লিঙ্ক এখন বাধ্যতামূলক। আর দেরিতে লিঙ্ক করার জন্য এক হাজার টাকা জ♒রিমানা দিতে হচ্ছে কেন্দ্রীয় সরকারকে। এমনকী মার্চ মাসের পর জরিমানার পরিমাণ আরও বাড়বে বলেই সূত্রের খবর। এই পরিস্থিতিতে কেন্দ্রের এই নির্দেশকে কাজে লাগিয়ে ফায়দা তুলতে নেমেছে সাইবার অপরাধীরা। এই বিষয়ে কলকাতা পুলিশের দাবি, হ্যাকাররা গোটা দেশে ই꧙তিমধ্যেই কয়েক হাজার ব্যক্তির অ্যাকাউন্ট হ্যাক করার পর তা সাফ করে দিয়েছে। তাই আমজনতাকে সচেতন করতে এবার ময়দানে নামতে চলেছে কলকাতা পুলিশ। সোশ্যাল মিডিয়া–সহ নানাভাবে প্রচার করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
পুলিশ কী তথ্য পেয়েছে? পুলিশ সূত্রে খবর, সাইবার অপরাধীরা সাধারণ মানুষের মোবাইল নম্বরে মেসেজ পাঠাচ্ছে। সেখানে বিনামূল্যে আধার–প্যান কার্ডের সংযোগ করার আশ্বাস দিচ্ছে। মেসেজে একটা লিঙ্ক পাঠানো হচ্ছে। যা ক্লিক করলেই খুলছে একটি ওয়েবসাইট। সেটা দেখতে সরকারি ওয়েবসাইটের মতোই। সেখানে ব্যক্তিগত কিছু তথ্য চাওয়া হচ্ছে। সেটা দিলেই মোবাইলে আসছে ওটিপি। আর ওটিপি ওয়েবসাইটে আপলোড করতে বলা হচ্ছে। সেটা করলেই সমস্ত তথ্য পৌঁছে যাচ্ছে। আর নিমিষে অ্যাকাউন্ট স🧸াফ করে দিচ্ছে 🎃তারা।
কেমন সতর্কতার উদ্যোগ নেওয়া হয়েছে? এক ভিডিয়ো বার্তায় পুলিশ প্রচার করছে, প্যানের–আধার কার্ড লিঙ্ক ক🍌রতে গিয়ে পথে বসতে হতে পারে। এখনও পর্যন্ত কয়েক হাজার মানুষ এই চক্রে লক্ষ লক্ষ টাকা খুইয়েছেন। সাইবার অপরাধীদের খপ্পরে কোনওভাবেই পড়া চলবে না। সরকার থেকে এমন কোনও মেসেজ পাঠানো হয় না। সাইবার অপরাধীরা ফোন করেও তথ্য হাতিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট সাফ করে দিচ্ছে। সাইবার ক্রাইম দফতরের এক পুলিশ অফিসার বলেন, ‘কোনও লিঙ্কেই ক্লিক করা উচিত নয়। স🐓রকারের নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লিঙ্ক করতে হবে। তবে এক হাজার টাকা জরিমানা দিতে হবে।’