কলকাতায় ফুটপাথ থেকে চু🌜রি হওয়া শিশু উদ্ধার হল বিহারে। মুচিপাড়া থানার পুলিশ তদন্ত নেমে বিহারের জামুই থেকে শিশুকে উদ্ধার করে। শিশু চুরির অভিযোগে দুজনকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, শি✃শুকে বিক্রির উদ্দেশ্য ছিল। সেই কারণে তাকে বিহারে নিয়ে যাওয়া হয়েছিল। তবে তার আগেই শিশু বিক্রির ছক বানচাল করে পুলিশ।
আরও পড়ুন: মাত্র ৩০ হাজার টাকায় 𓄧২৮ দিনের নাতনিকে বিক্রি করলেন দাদু, গ্রেফতার ৫
ঘটনাটি ঘটেছিল গত রবিবার। ৯ মাসের ওই শিশু কন্যার পরিবার মুচিপাড়া থানা এলাকার সূর্য সেন স্ট্রিটে ফুটপাথে থাকে। অভিযোগ, শিশুটি মায়ের সঙ্গে ঘুমিয়ে ছিল। সকালে উঠে মা দেখতে পান শিশু নেই। আশেপাশে খোঁজ খবর নিয়েও শিশুকে পাননি। তখন তি🔜নি মুচিপাড়া থানায় অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগে তদন্তে নামে পুলিশ।
ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পাশ🍌াপাশি আশেপাশের সিসিটিভির ফুটেজও পুলিশ খতিয়ে দেখে। তাতে মুচিপাড়া থানার পুলিশ এবং লালবাজার গোয়েন্দারা জানতে পারেন, সোমবার ভোর ৪ টে নাগাদ একজন সাইকেল ভ্যান চালক শিশুটিকে অপহরণ করে। তখন বিভিন্ন জায়গায় ওই ব্যক্তির সন্ধান চালায় পুলিশ। শেষ পর্যন্ত তদন্তকারীরা জানতে পারেন ভ্যান চালকের নাম হল ইন্দ্র দেবদাস। এরপর খোঁজখবর নিয়ে ইন্দ্রদেবকে আটক করে পুলিশ। জানা গিয়েছে, ইন্দ্র কলেজ স্ট্রিট মোড় এলাকার বাসিন্দা। তাকে আটক করে জিজℱ্ঞাসাবাদ করতে শুরু করে পুলিশ। অবশেষে ইন্দ্র পুলিশি জেরায় শিশু চুরির কথা স্বীকার করে নেয়।