আইনশৃঙ্খলার রক্ষার জন্য ভাঙড়কে কলকাতা পুলিশের অধীনে আনার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেইমতোই পরিকল্পনা শুরু করে দিয়েছে কলকাতা পুলিশ। তবে কলকাতা পুলিশের অধীনে আসলে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি যান নিয়ন্ত্রণ করার দায়িত্বও আসবে কলকাতা পুলিশের হাত𒁃ে। ফলে ওই এলাকায় যানজট কলকাতা ট্র্যাফিক পুলিশকেই সামলাতে হবে। বর্তমানে ভোজেরহাট পর্যন্ত বাসন্তী হাইওয়ের ১৬ কিলোমিটার রাস্তা কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে রয়েছে। এবার ওই হাইওয়ের আরও ১১ কিলোমিটার অংশ ট্র্যাফিক কলকাতা পুলিশের হাতে আসবে। সাধারণত বাসন্তী হাইওয়েকেক𝕴ে দুর্ঘটনা প্রবণ হিসেবে ধরা হয়। ফলে সেখানে যানজট নিয়ন্ত্রণে পরিকল্পনা শুরু করে দিয়েছে কলকাতা ট্র্যাফিক পুলিশ।
আরও পড়ুন: বর্ষায় ট্রাফিক পুলিশকে অত🔯💦্যাধুনিক দেড় হাজার ছাতা দেবে লালবাজার
জানা গিয়েছে, চন্দনেশ্বর, পোলেরহাট থেকে শুরু করে ভাঙড়, কাশীপুর এলাকার ভিতরের সমস্ত রাস্তায় কলকাতা ট্র্যাফিক পুলিশের হাতে চলে আসবে। ওই এলাকায় কীভাবে যান নিয়ন্ত্রণ করা হবে, তার জন্য শুক্রবার এলাকা ঘুরে দেখেন কলকাতা ট্র্য༒াফিক পুলিশের ডিসি (২) অমিত নাথ। ওই রাস্তা ধরে ঘটোপুকুর পর্যন্ত রাস্তা ঘুরে দেখেন ডিসি। সেখানে দুই থানার সঙ্গে কথা বলার পাশাপাশি তিলজলা ট্র্যাফিক গার্ডের ট্রাফিকের ডেপুটি কমিশনারের সঙ্গেও তিনি কথা বলেন। কোথায় কোথায় ট্র্যাফিক গার্ড তৈরি করা হলে সুবিধা হবে সে𝔉 বিষয়টি সরেজমিনে খতিয়ে দেখেন।
বর্তমানে ভাঙড় বারুইপুর জেলা পুলিশের অধীনে রয়েছে। সেখানে যে দুটি থানা রয়েছে, তার মধ্যে রয়েছে ১৫টি গ্রাম পঞ্চায়েত রয়♕েছে। ফলে সেখানে কোথায় ট্র্যাফিক🦋 করা হবে, সে বিষয়টিও খতিয়ে দেখেন ডিসি। বর্তমানে কলকাতা পুলিশের অধীনে বাসন্তী হাইওয়ের যান চলাচল নিয়ন্ত্রণ করে থাকে তিলজলা ট্র্যাফিক গার্ড। পুলিশ চাইছে, ওই ট্র্যাফিক গার্ড ভেঙে আরও একটি ট্র্যাফিক গার্ড তৈরি করা হোক। পাশাপাশি ভাঙড় এবং কাশীপুরে আরও দুটি ট্র্যাফিক গার্ড করার ইচ্ছা রয়েছে কর্তাদের। চূড়ান্ত ম্যাপ হাতে পাওয়ার পরেই এ বিষয়ে সিদ্ধান্ত নেবে লালবাজার।