তাঁর উপর হামলা হতে পারে আশঙ্কা প্রকাশ করে পুলিশের দ্বারস্থ হলেন আইনজীবী তথা কংগ্রেস নেতা কৌস্ত🍸ভ বাগচী। কংগ্র𓂃েস নেতার দাবি, এক তৃণমূল কর্মীই তাঁকে সতর্ক করেছেন। সোমাবার ই-মেল করে ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের কাছে নিরাপত্তা চান কৌস্তভ। তাঁর দাবি, অভিযোগ পাঠানোর পর রাতেই তাঁর বাড়ির সামনে পুলিশ ঘুরে যায়।
যদিও কংগ্রেস নেতার এই দাবিকে তৃণমূল 'নাটকꦰ' বলে মন্তব🐠্য করেছে। ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান উত্তম দাস দাবি বলেন,'এবার কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা চাইলে পেয়ে যাবেন কৌস্তভ।'
প্রসঙ্গত, কংগ্রেস নেতাকে সামাজিক বয়কটের ডাক দিয়ে ব্যাপারপুরের বিভিন্ন এলাকায় পোস্টার পড়েছে। কৌস্তভের দাবি, পোস্টার কাণ্ডের নেপথ্যে রয়েছে তৃণমূল। যদিও এই অভিযোগ অস্বীকার ,করেছে তৃণমূল। ব্যারাকপুরের এক তৃণমূল নেতার দাবি, 'এলাকার মানুষরাই এই পোস্টার দিয়েছেন। মাতৃসমা মুখ্যমন্ত্রীকে যেভাবে আক্রমণ করেছেন কৌস্তভ তা ব্যারাকপুর মানুষ মেনে নেননি। তাই তাঁরা পোস্টার দিয়ে থাকতে পারেন।' (কেষ্টর ব্রেকফাস্ট 💙টেবিলে ওরা কারা? তিন রহস্যময় যুবকের উপস্থিতি নিয়ে তুঙ্গে চর্চা)
এই পোস্টার প্রসঙ্গে বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ বলেন, 'মমতা বন্দ্যোপাধ্যায় এ সব কারচ্ছেন। কারও ব্যক্তিগত বিষয় নিয়ে আলোচনা করা সমর্থন করি না। কিন্তুꦏ কেউ আলোচনা করেছেন বলে তাঁকে জেলে ভরে দিয়ে হবে এটাতেও বিশ্বাসী নই।'