Kolkata Flyover: বাইপাসে ফ্লাইওভার তৈরিতে আগ্রহ দেখাল একটা মাত্র সংস্থা, কাজ কবে থেকে শুরু? Updated: 21 Nov 2024, 07:10 PM IST Satyen Pal Share কলকাতায় তৈরি হবে বিরাট ফ্লাইওভার। তবে একমাত্র একটি সংস্থাই সেটা তৈরিতে আগ্রহ দেখিয়েছে। 1/6ইএম বাইপাসের উপর মেট্রোপলিটন ক্রশিং থেকে মহিষবাথান পর্যন্ত একটি ফ্লাইওভার করার পরিকল্পনা নেওয়া হয়েছে। সেই মতো কোম্পানিগুলির কাছ থেকে দরপত্র আহ্বান করা হয়েছিল। তবে সূত্রের খবর, একটা মাত্র কোম্পানি সেই নির্মাণকাজে আগ্রহ প্রকাশ করেছ। সেটা হল লারসেন অ্যান্ড টুব্রো। 2/6সব মিলিয়ে ৭.১ কিমি লম্বা হবে এই ফ্লাইওভারটি। তবে দ্বিতীয়বার এই টেন্ডার আহ্বান করা হয়েছিল। আর তাতে দেখা যাচ্ছে একমাত্র লারসেন অ্যান্ড টুব্রো এই কোম্পানিটি একমাত্র আগ্রহ প্রকাশ করেছে। (ছবিটি প্রতীকী, সৌজন্যে এএনআই ও মেট্রো) 3/6প্রথমবার যখন টেন্ডার ডাকা হয়েছিল তখন দুটি কোম্পানি তাতে অংশগ্রহণ করেছিল। এদিকে তিনজন বা তার বেশি না থাকলে কোনও বড় প্রকল্পে সাধারণত কাকে কাজ দেওয়া হবে সেটা ঠিক করা হয় না। 4/6কলকাতা মেট্রোপলিটান ডেভেলপমেন্ট অথরিটি আপাতত রাজ্যের অর্থ দফতরের দিকে তাকিয়ে রয়েছে। সেখান থেকে সবুজ সংকেত না এলে নির্দিষ্ট কোনও কোম্পানিকে এই কাজের জন্য নিয়োজিত করা যাচ্ছে না। এদিকে এই ফ্লাইওভার তৈরি হলে নিউটাউন ও সেক্টর ফাইভের মধ্য়ে যাতায়াতের আরও সুবিধা হবে। 5/6সম্প্রতি রাজ্যের পুরমন্ত্রী ফিরহাদ হাকিম জানিয়েছিলেন, লারসেন অ্যান্ড টুুব্রো একমাত্র অংশ নিয়েছিল। কিন্তু যতটা প্রকল্প ব্যয় ধরা হয়েছিল তার থেকে বেশি দরপত্র জমা দিয়েছে তারা। আমরা রাজ্য়ের অর্থ দফতরের কাছে এনিয়ে জানতে চেয়েছি। 6/6শেষ পর্যন্ত কাজ কবে থেকে শুরু হয়, কারা এই ফ্লাইওভার তৈরির বরাত পায় সেটাই দেখার। পিক্সেল পুরো গ্যালারিটির জন্য এই বিজ্ঞাপনটি দেখতে হবে পরবর্তী ফটো গ্যালারি