পূর্ব ভারতে প্রথম হাত প্রতিস্থাপন করে নজির গড়েছিল রাজ্যের অন্যতম সরকারি হাসপাতাল এসএসকেএম। তবে গ্রহীতার শরীর ডান হাত প্রত্যাখ্যান করায় কয়েকদিন আগেই সেই হাতটি কেটে বাদ দিয়েছিলেন এসএসকেএমের চিকিৎসকরা। এবার গ্রহীতার বাঁ হাতটিও কেটে বাদ দেওয়ার সিদ্ধꦫান্ত নেওয়া হয়েছে। প্রতিস্থাপন সম্পূর্ণ হওয়ার কারণেই এই সিদ্ধান্ত নিয়েছে এসএসকেএম। সেক্ষেত্রে⭕ কারণ বিশ্লেষণের জন্য দেশে হাত প্রতিস্থাপনের পথিকৃৎ বলে পরিচিত চিকিৎসকের পরামর্শ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে।
আরও পড়ুন: এসএসকেএম হাসপা🌳তালে হল হাত প্রতিস্থাপন, পরিবারের আ💜পত্তিকে সরিয়ে অনড় স্ত্রীর উদ্যোগ
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার ওই যুবকের বায়োপসি পরীক্ষা করা হয়েছে। তাতে দেখা গিয়েছে, ডান হাতের মতোই বাঁ হাতটিকে প্রত্যাখান করছে তাঁর শরীর। চিকিৎসকদের মতে, এই অঙ্গ প্রতিস্থাপনের এক বছরের মধ্যে প্রত্যাখ্যানের উপসর্গ দেখা দেয়। সে রকমই উপসর্গ দেখা দিয়েছে ওই যুবকের বাঁ হাতে। তাঁদের বক্তব্য,♒ হাত প্রতিস্থাপনের ক্ষেত্রে প্রত্যাখান বেশি হয় ত্বক থেকে। তাছাড়া, হাত প্রতিস্থাপন বেশি জটিল। কারণ সে ক্ষেত্রে ত্বক, চর্বি, মাংস পেশি, স্নায়ু ও শিরা ধমনী এবং হাড়ের স্তর থাকে। তবে অন্যান্য অঙ্গ প্রতিস্থাপনের ক্ষেত্রে এতগুলি স্তর থাকে না।
প্রসঙ্গত, যুবকের শরীরের হাত প্রতিস্থাপনের পরেই ডান হাতটি সাড়া দিচ্ছিল। সেই তুলনায় বাঁ হাতের অবস্থা খারাপ ছিল। বাঁ হাতে সেলাইন ও রক্ত সঞ্চালিত হয়েছিল। তাই সেটিতে থ্রম্বোসিস হয়েছিল। ফলে ওই হাত নিয়ে প্রথম থেকেই চিন্তিত ছিলেন চিকিৎসকরা। সেই তুলনায় ডান হাতের অবস্থা ভালো ছিল। কিন্তু ডান হাত গ্রহীতার শরীর প্রত্যাখ্যান করায় প্রথমেই ডান হাত কেটে বাদ দেওয়া হয়। এবার কয়েকদিনের মধ্যে তাঁর বাঁ হাতটিও কেটে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসকরা। জানা গিয়েছে, কী কারণে গ্রহীতার শরীর দুটো হাত প্রত্যাখ্যান করল তা বিশ্লেষণের জন্য কোচির এক বেসরকারি হাসপাতালের প্রতিস্থাপনের প্রধান চিকিৎসক সুব্র꧙হ্মণ্য আইয়ার কে–এর সঙ্গে আলোচনা করছে এসএসকেএম কর্তৃপক্ষ। সমস্ত রিপোর্ট, চিকিৎসার যাবতীয় তথ্য নিয়ে ওই চিকিৎসকের সঙ্গে আলোচনা করা হবে। জানা গিয়েছে, ওই চিকিৎসক আফগানিস্তানের এক জওয়ানের প্রথম সফল ভাবে দু’টি হাত প্রতিস্থাপন করেছিলেন। তারপরে𝐆ও তিনি বেশ কয়েকটি হাত প্রতিস্থাপন করেছেন। তবে দেশে এখনও পর্যন্ত ১৫টির মতো হাত প্রতিস্থাপন হয়েছে। সেক্ষেত্রে সব কটিতে সাফল্য মেলেনি।