ঘূর্ণিঝড় দানার জেরে দীর্ঘ ১৪ ঘণ্টা বন্ধ রাখা হয়েছিল শিয়ালদা দক্ষিণ শাখার লোকাল ট্রেন পরিষেবা। তবে এখন পুনরায় সেই পরিষেবা চালু করা হয়েছে। উল্লেখ্য, ঘূর্ণিঝড় ‘দানা’-র জেরে আজ সকাল ১০ টা পর্যন্ত শিয়ালদা দক্ষিণ শাখা এবং শিয়ালদা-বারাসত-হাসনাবাদ শাখা লোকাল ট্রেন চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এছাড়াও হাওড়া শাখায় সকাল ১০টা পর্যন্ত একাধিক লোকাল ট্রেন বাতিল ছিল। (আরও পড়ুন: বেতন কমিশনের রিপোর্ট নিয়ো 'লুকোচুরি' জারি, আইনি গ্যাঁড়াকলে♏ পড়বে মমতা🐷র সরকার?)
আরও পড়ুন: তাঁর পদত্যাগ নিয়ে ফের জল💜ঘোলা বাংলাদেশে, এহেন শেখ হাসিনা বর্তমানে কোথায় আছেন?
আরও পড়ুন: পূর্ব ꦬলাদাখে LAC থেকে সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু ভারত ও চ💙িনের: রিপোর্ট
এগিকে বনগাঁ শাখাতেও ট্রেন বন্ধের ঘোষণা করা হয়েছিল এর আগে। যদিও রিপোর্টে দাবি করা হয়েছে, বৃহস্পতিবার রাত আটটার পরেও শিয়ালদা-বনগাঁ লাইনে স্বাভাবিক ছিল ট্রেন চলাচল। এদিকে শুক্রবার সকালেও স্বাভাবিক রয়েছে বনগাঁ শাখায় ট্রেন চলাচল। আর সকাল ১০টার পর সব লাইনেই ট্রেন চলাচল শুরু হয়ে গিয়েছে। এদিকে লোকাল ট্রেন চলাচল স্বাভাবিক হলেও শিয়ালদা এবং হাওড়া স্টেশনে নিত্যযাত্রীদের তেমন ভিড় নেই বলে জানা যাচ্ছে। (আরও পড়ুন: ভূভা🧸গে প্রবেশের পর পশ্চিমবঙ্গের জন্য আরও অশনিসঙ্কেত নিয়ে আসবে ঘূর্ণিঝড় দানা?)
আরও পড়ুন: ঘনকালো𝔍 দুর্যোগের মেঘে ঢাকা আকা🍒শ, ঘূর্ণিঝড়ের 'আউটার-ব্যান্ডের' প্রভাব কলকাতায়