রাজ্যজুড়ে যখন লকডাউন চলছিল তখন মানুষের মুখে মাত্র ৫ টাকায় খাবার তুলে দি♉য়েছিল ‘মা ক্যান্টিন’। বহু মানুষ পেটভরা গরম খাবার পাচ্ছিলেন। একুশের নির্বাচনের সময় বিধিনিষ🏅েধের গেরোয় ফেলে তা বন্ধ করে দিয়েছিল নির্বাচন কমিশন। তবে এটা আরও একটা টার্নিং পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল তৃণমূল কংগ্রেসের হ্যাট্রিক করার পিছনে। তাই এই মা ক্যান্টিন জারি থাকবে এবং বাড়বে বলে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মা ক্যান্টিন এখন রাজ্যের বিভিন্ন এলাকায় বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। খাস কলকাতার বিভিন্ন এলাকায় এই ক্যান্টিন এখন স্বমহিমায় চলছে। মাত্র ৫ টাকায় সেই খাবার বহু মানুষ আজও খাচ্ছেন। অফিসযাত্রী থেকে পথচলতি মানুষ এই খাবার খাচ্ছেন। এবার পুরসভা নির্বাচনে মা ক্যান্টᩚᩚᩚᩚᩚᩚᩚᩚᩚ𒀱ᩚᩚᩚিন প্রচারের হাতিয়ার হয়ে উঠেছে। এই ক্যান্টিন আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী।
ঠিক কী বলেছেন মুখ্যমন্ত্রী? এখন কলকাতায় রয়েছে ১২৩টি মা ক্যান্টিন আছে। পুরসভা নির্বাচনের প্রচারে এসে মমতা বন্দোপাধ্যায় জানিয়েছেন আগামী 💖দিনে এই ক্যান্টিনের সংখ্যা আরও বাড়ানো হবে। তিনি বলেন, ‘আমি একদিন নিজে যাব মা ক্যান্টিনে। মাত্র ৫ টাকায় খাবার দেওয়া হয়। গোটা রাজ্যে এই মা ক্যান্টিন আরও বাড়ানো হবে।’
উল্লেখ্য, মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূ♏ত মা ক্যান্টিন প্রকল্প সফল। সেটাই পুরসভা নির্বাচনের প্রচারে তুলে ধরা হচ্ছে। ৫ টাকায় এই ক্যান্টিনে মেলে ভাত, ডাল, ডিমের তরকারি। প্রতিটি এলাকায় এই ক্যান্টিন চালু হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তেও তা শুরু হয়েছে। তবে সর্বত্র ছড়িয়ে পড়েনি। এটা নজর করেছেন মুখ্যমন্ত্রী। তাই এবার এই ক্যান্টিন বাড়ানোর উপর জোর দিচ্ছেন।