মুখে রুমাল বাঁধা। সাদা শাড়ি পরিহিত এক মহিলা আলু-পেঁয𝕴়াজের দোকানের সামনে চক দিয়ে গোল করছেন। বোঝা গেল, সামাজিক দূরত্ব বজায় রাখার জন্য তাঁর এই কসরৎ।কিন্তু♔, কে ওই মহিলা? আর কেউ নন, তিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আরও পড়ুন : 🍬পুলিশের লাঠিতে মৃত্যু নয় সাঁকরাইলের যুবকের, ব🐟লছে মেডিকেল রিপোর্ট
করোনাভাইরাসের মোকাবিলায় সামাজিক দূরত্ব মেনে চলা যে 🌄অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। কীভাবে সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে, ত🤡া নবান্নে নিজে হাতে এঁকেও দেখিয়েছিলেন।
এরইমধ্যে বৃহস্পতিবার লেক মার্কেট পরিদর্শনে যান মুখ্যমন্ত্রী। ♔করোনা সংক্রমণ আটকাতে দোকানের সামনে নির্দিষ্ট বজায় রেখে যে দাগ কাটা ছিল, তা খুঁটিয়ে দেখেন। দূরত্ব পছন্দ না হলে নিজেই দাগ কেটে দেন। পরে জনবা জারে রাস্তার ধারে বসা আলু-পেঁয়াজ বিক্রেতা যেভাবে দাগ কাটছিলেন, তা মনে ধরেনি মুখ্যমন্ত্রীর। তাই নিজেই ইট নিয়ে ময়দানে নেমে পড়েন। দাগ কেটে দেন যাতে নির্দিষ্ট দূরত্ব বজায় থাকে।