পুজো উদ্বোধনের মঞ্চ থেকে বিজেপির উদ্দেশ্যে একের পর এক তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার 🍷মন্তব্য, ‘বিজেপির পতন শুরু হয়েছে টুক করে খসে পড়বে।’ একইসঙ্গে ইডি, সিবিআই দিয়ে বিজেপি কিছু করতে পারবে না বলে চ্যালেঞ্জ ছুঁড়ে দিলেন মমতা। এ নিয়ে পাল্টা মমতার বিরুদ্ধে দুর্গাপুজোকে সামনে রেখে রাজনীতি করার অভিযোগ তুলেছে বিজেপি।
'যত বেশি গ🌳ালাগালি দেবেন, তত꧃ বেশি করে জাগ্রত হব', হুঁশিয়ারি মমতার, বার্তা CPIM-কে
একডালিয়া এভারগ্রিন, হিন্দুস্তান পার্ক, ত্রিধারা সহ গতকাল শহরের ১৫ টি পুজোর উদ্বোধন করেন মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সমস্ত পুজোর উদ্বোধনী মঞ্চ থেকেই একের পর এক বিভিন্ন ইস্যু নিয়ে বিজেপিকে তোপ দাগেন মমতা। বিজেপির পাশাপাশি সিপিএমকেও তিনি আক্রমণꦍ করেন। একডালিয়া পুজোর প্রধান উদ্যোক্তা ছিলেন প্রয়াত তৃণমূল বিধায়ক সুব্রত মুখোপাধ্যায়।তাকে নারদ কাণ্ডে গ্রেফতারের প্রসঙ্গ টেনে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘সুব্রতদাকে গ্রেফতার করা হয়েছিল। তাতে উনি খুবই দুঃখ পেয়েছিলেন। অসম্মানিত হয়েছিলেন। ববি বলেছিল গ্রেফতারের পর থেকে সুব্রতদার বুকে যন্ত্রণা শুরু হয়েছিল। সুব্রতদাকে হাসপাতালে ভর্তি হওয়ার কথা বলেছিল। কিন্তু, সুব্🌸রতদা নিজেকে শেষ করে দেওয়ার কথা বলেছিলেন।’ এ প্রসঙ্গে বলতে গিয়ে মমতা বলেন, ‘এখনও আমাদের অসম্মানিত হতে হচ্ছে।’
ত্রিধারা সম্মিলনীর পুজো উদ্বোধনে মমতা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্প নিয়ে সাফল্যের খতিয়ান তুলে ধরেন। একই সঙ্গে তিনি বলেন, ‘১০ টা কাজ করলে একটা ভুল হতেই পারে। তার জন্য সংশোধনের ব্যবস্থা রয়েছে।’ আগের দিনই শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতি ক♌রার অভিযোগ তুলেছিলেন। মমতা এ জিনিস স্পষ্ট করে বলেন, ‘আমরা বদলা নিতে চাইনি বলেই ক্ষমতায𒐪় এসে কারও বিরুদ্ধে ব্যবস্থা নিইনি।’