চক্রধরপুর রেল দুর্ঘটনায় প্রত্যশিতভাবেই কেন্দ্রীয় সরকারকে কাঠ♐গড়ায় তুলে তীব্র আক্রমণ করলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সকালে চক্রধরপুরের কাছে হাওড়া - মুম্বই মেইল বেলাইন হওয়ায় হতাহতের সংখ্যা বেড়েই চলেছে। সেই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবে🌼দনা প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী লিখেছেন, কবে থামবে এই মৃত্যুমিছিল?
আরও পড়ুন - ‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের জন্য বিধানসভার ༒অন্দরে ফির🧔হাদকে বয়কটের ডাক দিল BJP
পড়তে থাকুন - ‘অমুসলিমরা দুর্ভাগা’ মন্তব্যের▨ জন্য ফিরহাদকে আইনি চিঠি,ক্ষমা না চাইলেই হবে মামলা
সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী লিখেছেন, ‘আরও একটা রেল দুর্ঘটনার বিপর্যয়! আজ কাকভোরে ঝাড়খণ্ডের চক্রধꩲরপুরের কাছে হাওড়া - মুম্বই মেইল বেলাইন হয়েছে। যার মর্মান্তিক পরিণতি হিসাবে একাধিক মৃত্যু ও বহু মানুষ আহত হয়েছেন। আমি গুরুত্ব দিয়ে জানতে চাইছি, এটাকেই কি বলে সরকার পরিচালনা? প্রতি সপ্তাহে যে দুঃস্বপ্নের মিছিল চলছে, রেলপথে যে অন্তহীন মৃত্যু মিছিল চলছে তা আমাদের কতদিন সহ্য করতে হবে? ভারত সরকারের অপদার্থতার কি কোনও শেষ নেই?’
জানা গিয়েছে মঙ্গলবার ভোরে চক্র❀ধরপুরের কাছে বেলাইন হয় একটি মালগাড়ি। তার কয়েক মিনিটের মধ্যে দ্রুত গতিতে সেখানে পৌঁছে যায় হাওড়া - মুম🍰্বই মেইল। মালগাড়ির লাইনচ্যূত কামরাগুলির সঙ্গে ধাক্কা লাগে মেইল ট্রেনের কামরার। এর জেরে মুম্বই মেইলের কামরাগুলি বেলাইন হয়। এতে এখনও পর্যন্ত ২ জনের মত্যু ও ৩০ জনের আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে। এর জেরে হাওড়া থেকে মুম্বইগামী একাধিক ট্রেন বাতিল ও ঘুরপথে চালানোর পরিকল্পনা করছে রেল।
আরও পড়ুন - নীতি আয়ো♏গের বৈঠক-রঙ্গ নিয়ে বিধানসভা উত্তাল, ওয়াক আউট BJPর, শংকর বললেনღ ফিরহাদের..
বলে রাখি, পরিসংখ্যান বলছে, ২ দফায় মোট ৩ বছর ১৫০ দিন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ৫৪টি রেল দুর্ঘটনা ঘটেছে। ৮৩৯টি ট্রেন বেলাইন হয়েছে। যাতে মোট ১,৪৫১ ♓জনের মৃত্যু হয়েছে।