তৃণমূলের ‘সংহতি মিছিল’ পিছিয়ে দিতে ত♚াঁর করা আবেদন আদালতে খারিজ হলেও বিচারপতির নির্দেশে নিজের জয় দেখছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। বৃহস্পতিবার সন্ধ্যায় পানিহাটিতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে 🙈তিনি বলেন, মুসলিম ভোট একজোট করতে এই মিছিল করছেন মমতা। আদালতের রায়ে আমি খুশি।
শুভেন্দুবাবু বলেন, ‘তৃণমূল দলকে ও পুলিশকে হাইকোর্ট বেঁধেছে। আমি হাইকোর্টের রায়ে খুশি। আমি মানুষেক জান – মাল রক্ষা করার জন্য আদালতে গেছি। আমি ২ কোটি ২৮ লক্ষ ভোটারের প্রতিনিধিত্ব করেছি। আমার দায়িত্ব আছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় ২৩ তারিখে করতে পারতেন। নেতাজির জন্মদিন ছিল। ২৪ তারিখে করতে পারতেন। প্রজাতন্ত্র দিবসের দিন করতে পারতেন। তা না করে তিনি ওই দিন করেছেন। কꦐারণ তিনি তাঁর হাত থেকে চলে যাওয়া মুসলিম ভোট ব্যাঙ্ক ফিরিয়ে আনতে চান। আর তিনি দাঙ্গা লাগিয়ে হিন্দু ছেলেদেরকে জেলে পুরতে চান জামিন অযোগ্য ধারা দিয়ে। এই মুখ্যমন্ত্রী রাম নবমীর আগে পশ্চিমবঙ্গে দাঙ্গা🥃 লাগিয়েছিলেন। ডালখোলা, রিষড়া ও হাওড়ায়’।
শুভেন্দুবাবু বলেন, ‘উনি ২টো কারণে মিছিল করছেন, মুসলিম ভোটকে লোকসভা ভোটের আগে একজোট করা। কারণ ওনার কাছ থেকে মুসলিম ভোট সরে গেছে। হিন্দু মুসলিম নির্বিশেষে সবাই ওনাকে চোর বলে ডাকে। তাই তিনি মুসলিম ভোট ফেরাতে চান। দ্বিতীয় তিনি, রাজ্যে দাঙ্গা লাগিয়ে যারা গেরুয়া ধ্বজ নিয়ে রাস্তায় বেরিয়েছেন তাদেরকে তিনি জেলে পুরতে চান। রা��ম মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে একাধিক অনুষ্ঠানে বাধা দেওয়া হয়েছে। পুলিশের তরফে ফোন করে ‘না’♛ বলা হয়েছে। হাজার হাজার জায়গায় তৃণমূলের কাউন্সিলররা রাম মন্দির প্রতিষ্ঠার অনুষ্ঠানে বাধা সৃষ্টি করছে’।
বৃহস্পতিবার শুভেন্দু অধিকারীর আবেদন খারিজ করে হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ নির্দেশ দেয়, ‘সাম্প্রদায়িক উত্তেজনা ছড়াতে পারে এমন কোনও মন্তব্য করা যাবে না। শৃঙ্খলাবদ্ধভাবে মিছিল করতে হবে। মানতে হবে শব্দবিধি। তবে মিছিল থেকে কোনও অপ্রীতিকর 🍎পরিস্থিতি তৈরি হলে তার দায় নিতে হবে তৃণমূলকে। সঙ্গে কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের আবেদনও খারিজ করে দিয়েছে আদালত।’