কলকাতার রাস্তায় প্রকাশ্যে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে খুন করার অভিযোগ উঠল। ঘটনাটি ঘটেছে আজ সকালে ঠাকুরপুকুর থানার এলআইসি বাজার এলাকায়। ওই যুবক রাস্তায় স্কুটি চালিয়ে যাচ্ছিলেন। সেই সময় মাঝ রাস্তায় আচমকা হামলা চালায় এক ব্যক্তি। সে যুবকের বꦦুকের বাম ছুরি মারে। ঘটনায় রক্তাক্ত অবস্থায় যুবককে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত প্রশ্ন করেন। ইতিমধ্যেই এই ঘটনায় অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়🗹িয়েছে।
আরও পড়ুন: ধরা না-পড়লে আরও ৩টে খুন করতাম, গ্রেফতারির পর বলল হেদুয়ায় বধূ খুনে অভﷺিযুক্ত
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে আজ সকাল ৮টা নাগাদ। ওই যুবকের নাম অনিমেষ সিং (২৬)। তিনি ঠাকুরপুকুর এলাকারই বাসিন্দা। তারাতলার কাছে একটি বেসরকারি কোম্পানিতে কাজ করতেন। এদিন সকালে বোনকে টিউশনির জন্য ছাড়তে গিয়েছিলেন তিনি। বোনকে ছাড়ার পর বাড়ি ফিরছিলেন। সেই সময় অতর্কিত হামলা চালায় ওই ব্যক্তি। ছুরির আঘাতে মাটিতে লুটিয়ে পড়ে ওই যুবক। এদিকে, চিৎকারের আওয়াজ শুনে সেখানে ছুটে আসেন স্থানীয়রা। তাদের মধ্যে বেশ কয়েকজন অভিযুক্ত ব্যক্তির পিছু ধাওয়া করেন কিন্তু, তাকে ধরতে পারেননি। এদিকে, রক্তাক্ত অবস্থায় স্থানীয়রা ওই যুবককে উদ্ধার করে হাসপ𓆉াতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করে তাঁকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘট🐎নাস্থলে আসে পুলিশ।
এরপর পুলিশ তদন্তে নেমে অভিﷺযুক্তকে গ্রেফতার করে। ধৃতের নাম সুবল সর্দার ।সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে ওই ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। যদিও কী কারণে এই খু♔নের ঘটনা তা এখনও জানা যায়নি। তা জানার জন্য ধৃতকে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। সে ক্ষেত্রে পুরনো কোনও শত্রুতা রয়েছে কিনা তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা । এদিকে, পুজোর মরশুমে যুবকের মৃত্যুর খবর শুনে কান্নায় ভেঙে পড়েছে পরিবার। কী কারণে যুবককে হত্যা করা হয়েছে তা কিছুতেই বুঝে উঠতে পারছেন না পরিবারের সদস্যরা। তাদের বক্তব্য, অনিমেষের সঙ্গে কারও শত্রুতা ছিল না।
স্থানীয়রা জানান ঘটনা সময় তারা আশে পাশেই ছিলেন। তখন যুবকের চিৎকারের আওয়াজ শু𓆏নে সেখানে ছুটে গিয়ে দেখেন এমন কাণ্ড । তবে সেখানে পৌঁছানোর আগেই অভিযুক্ত সেখান থেকে পালিয়ে যায়। তার পিছু ধাওয়া করলেও স্থানীয়রা তাঁকে ধরতে পারেননি। এই ঘটনায় তদন্ত শুরু করেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। তারপরেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে। পুজোর আগে এমন ঘটনায় স্বাভাবিকভাবে আনন্দের মরশুমে শোকের ছায়া নেমেছে ওই পরিবারে।