আবার ভয়বাহ অগ্নিকাণ্ড। আজ, মঙ্গলবার ভোররাতে বিধ্বংসী আগুন লাগল নিউটাউনে। এদিন নিউটাউনের গৌরাঙ্গনগরে ঢালাই ব্রিজ সংলগ্ন এলাকায় আগুন লাগার♐ ঘটনা ঘটেছে। ভোর ৪টে ০ মিনিট নাগাদ আগুন লাগে বলে সূত্রের খবর। এমনকী এই আগুন ছড়িয়ে পড়ে নিমেষের মধ্যে ভস্মীভূত করে দেয় বাগজোলা খালের ধারের অস্থায়ী দোকানগুলিকে।
ঠিক কী ঘটেছে নিউটাউনে? স্থানীয় সূত্রে খবর, শীতের রাতে নাকে ধোঁয়া বয়ে আসে। তখন ঘুম ভেঙে যেতেই এই আগুন নজরে আসে। ভোররাতে এখানে কেমন করে আগুন লাগল তা বোঝা যাচ্ছে না। আগুনে পুড়ে ছাই হয়ে যায় অন্তত ২০টি দোকান। এই অগ্নিকাণ্ডের ঘটনা দেখে সঙ্গে সঙ্গে খবর দেয়া হয় দমকলে। দমকলের চারটি ইঞ্জিন এসে প্রায় দু’ঘণ্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে স🌺ব শেষ। তবে এই ঘটনায় হতাহতের কোনও খবর নেই।
আর কী জানা যাচ্ছে? এই আগুন লাগার কারণ এখনও স্পষ্ট নয়। প্রাথমিকভাবে অনুমান, শর্ট সার্কিটের থেকে এই আগুন লেগেছে। আর তার জেরে ভস্মীভূত হয়ে গিয়েছে একের পর ꧙এক দোকান। দোকানঘরগুলির ভিতরে যা ম🧸ালপত্র ছিল সেগুলিও ভষ্মীভূত হয়ে গিয়েছে। তাতে মাথায় হাত পড়েছে ব্যবসায়ীদের। কত টাকার ক্ষতি হল? ভেবে মাথায় হাত ব্যবসায়ীদের। এখানে প্রথ🔴মে একটি দোকানে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেই আগুন ছড়িয়ে পড়ে বাকি দোকানগুলিতেওඣ।
দমকল ঠিক কী বলছে? দমকল সূত্রে খবর, আগুন লাগার পর ঘটনাস্থলে পৌঁছে যায় দমকলের চারটি ইঞ্জিন। কিন্তু ততক্ষণে অনেক ক্ষতি হয়ে গিয়েছিল। বাগজোলা খালের পাড়🃏ে ২০টিরও বেশি দোকান ভস্মীভূত হয়ে যায়। তবে আগুন লাগার কারণ খতিয়ে দেখা হচ্ছে। আগুন লাগার সময় দোকানে কেউ ছিলেন না। দমকলের কর্মীরা আগুন লাগার কারণ খতিয়ে দেখছেন। কী কারণে আগুন সেটা এখনই স্পষ্টভাবে বলতে পারছেন না তাঁরা।