বিধাননগর পুরসভার বিভিন্ন এলাকায় রাত হলেই রাস্তা অন্ধকারে থাকার অভিযোগ উঠে আসছে দীর্ঘদিন। বিশেষ করে রাজারহাটে এই সমস্যা বেশি। এ নিয়ে পুরসভার বোর্ডের বৈঠকে ক্ষোভ প্রকাশ করলেন আলো বিভাগের দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সুজিত মণ্ডল। তিনি রাজ♒ারহাট অঞ্চলের আলোর দায়িত্ব রয়েছেন। বুধবার পুরবোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকে তিনি ক্ষোভ প্রকাশ করে জানান, মেয়র পারিষদ থাকা সত্ত্বেও তিনি কিছু করতে পারছেন না। তাই দফতর তুলে দেওয়া হোক। এমনকী তাঁকেও দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া 🔯হোক।
আরও পড়ুন: ফ্ল্যাট 'কিনে' মিউটেশনের সময় চক্ষু চড়কগাছ! বিধাননগরে প্রতারিত না হতে কী 🐽করবেন?
রাজারহাট এলাকায় বহু জায়গা সন্ধ্যার পর থেকে অন্ধকারে ডুবে থাকে। কিছু জায়গায় বিদ্যুতের খুঁটি থাকলে আলোর ব্যবস্থা নেই, আবার যেখানে আলোর ব্যবস্থা ছিল সেগুলি খারাপ হয়ে পড়ে রয়েছে, আবার কিছু কিছু জায়গায় আলোর🐭 ব্যবস্থার জন্য খুঁটিও পর্যন্ত নেই। এ নিয়ে দীর্ঘদিন ধরে পুরপ্রতিনিধিদের কাছে অভিযোগ জানিয়ে আসছেন স্থানীয় বাসিন্দারা। পুর প্রতিনিধিরাও এ নিয়ে বিধাননগর কর্তৃপক্ষকে জানিয়েছেন। কিন্তু, তারপরেও কোনও লাভ হয়নি বলে পালটা অভিযোগ করেন কাউন্সিলররা। বৃহস্পতিবার পুর বোর্ডের বৈঠক হয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন রাজারহাট অঞ্চলের আলোর দায়িত্বপ্রাপ্ত মেয়র পারিষদ সুজিত মণ্ডল। তিনি বলেন, আলোর দায়িত্বে থাকা সত্ত্বেও তিনি মানুষের হয়ে কাজ করতে পারছেন না। আলোর কোনও ব্যবস্থা করতে পারছেন না। এমন অবস্থায় তাঁকে দায়িত্বে না রাখাই ভালো। এমনকী দফতরও তুলে দেওয়া উচিত। এরপরে মেয়র কৃষ্ণা চক্রবর্তী সমস্যার সমাধানের আশ্বাস দেন।সুজিত মণ্ডল ছাড়াও আরও বেশ কয়েকজন পুর প্রতিনিধি পুর বোর্ডের বৈঠকে আলোর সমস্যা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের অভিযোগ, বড় রাস্তায় আলোর সমস্যা সেরকম নেই। তবে পাড়ার ভিতরের রাস্তাগুলিতে আলোর সমস্যা রয়েছে।
উল্লেখ্য, বিধাননগর পুরসভার অধীনে যেমন রয়েছে রাজারহাটের বাগুইআটি, হলদিরাম, চিনার পার্কের মতো জায়গা, তেমনিই রয়েছে নারায়ণপুর, জগতপুর, জ্যাংড়া, হেলাবটতলা, হাতিয়াড়া, জ্যোতিনগরের বহু প্রান্তিক এলাকা। এই সমস্ত এলাকায় নিম্নবিত্ত মানুষের বসবাস ছাড়াও সেখানে রয়েছে প্রমোটিংয়ের সমস্যা। পুরসভা সূত্রে জানা গিয়েছে, রা𝓰জারহাটসহ বিভিন্ন এলাকায় এলইডি লাগানোর সিদ্ধান্ত হয়েছে। তবে বিভিন্ন সমস্যার কারণে তা আটকে রয়েছে। প্রসঙ্গত, বিধান নগর পুরসভার আলোর দায়িত্বে রয়েছেন দুজন। এর মধ্যে সল্টলেকে আলোর দায়িত্বে রয়েছেন মেয়র কৃষ্ণা চক্রবর্তী এবং রাজারহাটে আলোর দায়িত্বে রয়েছেন সুজিত মণ্ডল।