২০ নভেম্বর মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হয়ে গেল। এদিন বলিউডের তাবড় তাবড়💜 অভিনেতাদের নাগরিক হওয়ার দায়িত্ব পালন করতে দেখা যায়। বাদ যাননি অনুপম খেরও। ভোট দিয়েই কী জানালেন বর্ষীয়ান অভিনেতা?
ভোট দিয়ে কী বললেন অনুপম খের?
এদিন অনুপম খের জানান ভোট দিতে পারা একটা কুল ব্যাপার। তাঁর কথায়, 'সব অত্যন্ত ভালো ভাবে অর্গানাইজ করা ছিল। অফিসিয়াল যাঁরা ছিলেন সকলেই খুব ভালো ব্যবহার করেছেন সবার সঙ্গেই। নির্বাচনের থেকে বড় কোনও উৎসব হতেই পারে না কোনও স্বাধীন দেশে। ভোট দেওয়ার আগে সাধারণ মানুষের উচিত তাঁর নিত্য নৈমিত্তিক চাহিদা 🃏কী সেগুলো মনে রা🐲খা।'
আরও পড়ুন: কখনও ঝাঁকড়া চুল কখনও জটা, বোল্ড অবতারেই সাবলীল তিনি! রহমানের সহকা✅রী এই রহস্যময়ী মোহিনী আসলে কে?
তিনি এদিন আরও বলেন, 'আজ যদি𒅌 কেউ ভোট না দেন তাহলে তাঁর কোনও অধিকার নেই আগামী ৫ বছরের জন্য কোনও অভিযোগ করার। ভোট দেওয়া কুল ব্যাপার। কুল হন।'
প্রসঙ্গত মহারাষ্ট্রে এদিন ২৮৮টি নির্বাচনী এলাকায় ভোটিং সম্পন্ন হল। সকাল ৭টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত চলেছে ভোট ♌গ্রহণ প্রক্রিয়া। সলমন খান, শাহরুখ খান, সুহানা খান, অক্ষয় কুমার, শর্বরী ওয়াগ, সুভাষ ঘাই, প্রমুখ ভোট দিয়েছেন এদিন। ৪১৩৬ জন ক্যান্ডিডেট লড়াই করছেন এবার এই নির্বাচনে। এর মধ্যে ২০৮৬ স্বাধীন ক্যান্ডিডেট আছেন। বিজেপি শিবসেনা এবং এনসিপি (অজিত পাওয়ারের) সঙ্গে মিলে মোট ১৪৯ আসন থেকে লড়াই করেছে।