বিদুতের দাম নিয়ে বিজেপিকে নিশানা করলেন রাজ্যের বিদ্যুৎ মন্ত্রী অরূপ বিশ্বাস। বুধবার বিধানসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি দাবি করেন, ভারতের অন্যান্য রাজ্যগুলির তুলনায় বিশেষ করে বিজেপি শাসিত রাজ্যগুলির তুলনায় বাংলায় বিদ্যুতের দাম অনেক কম। একইসঙ্গে মন্ত্রী এদিন দাবি করেন, বাংলায় লোডশেডিং এখন ইতিহাস হয়ে গিয়েছে। এক মিনিটের জন্যও লোডশেডিং হয় না। তাছাড়া, সৌরশক্তি ও অন্যান্য বিকল্প বিদ্যুৎ🍸 উৎপাদনের জোর দেওয়া হচ্ছে বলে এদিন বিধানসভায় জানান মন্ত্রী।
আরও পড়ুন: বাংলায় গড়ে উঠবে সুপার ক্রিটিক্যাল পাওয়ার প্ল্যাট, মন্ত্রিসভার বড♕় সিদ্ধান্ত
অরূপ বিশ্বাস দাবি করেছেন, বিদ্যুতের দামের নিরিখে পশ্চিমবঙ্গ ১৭ তম স্থানে রয়েছে। আর শীর্ষে রয়েছে কর্ণাটক। এরপরেই দ্বিতীয়, তৃতীয় এবং চতুর্থ স্থানে রয়েছে যথাক্রমে অসম, বিহার এবং মহারাষ্ট্র। বিদ্যুতের দামের পরিসংখ্যান দিয়ে অরূপ বিশ্বাস বলেন, কর্ণাটকে প্রতি ইউ🌃নিট বিদ্যুতের দাম ৯.৮৩ টাকা। আর বিজেপি শাসিত অসমে ৯.৫৫ টাকা, বিহারে ৯.১৩ এবং মহারাষ্ট্রে ৮.৯১ টাকা। অথচ বাংলায় বিদ্যুতের দাম ৭.১২ প্রতি ইউনিটে টাকা। এমনকী উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ডেও বিদ্যুতের দাম বাংলার থেকে বেশি বলে দাবি করেন মন্ত্রী। অরূপের অভিযোগ, বাংলায় বিদ্যুতের দাম নিয়ে বিরোধীরা অপপ্রচার চালাচ্ছে। অথচ, বিজেপি-শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলির থেকে বাংলার মানুষ অনেক কম দামে বিদ্যুৎ পাচ্ছেন।
এদিকে, বাংলা লোডশেডিং হয় না বলেই দাবি করেছেন অরূপ। এ প্রসঙ্গে মন্ত্রী জানান, বাংলায় লোডশেডিং এখন অতীত। কয়েক ঘণ্টা তো দূরের কথা এক মিনিটের জন্য বাংলায় লোডশেডিং হয় না। আর ঝড় বৃষ্টির সময় যাতে বিদ্যুৎ পরিষেবা অবিচ্ছিন্ন থাকে তার জন্য আন্ডারগ্রাউন্ড কেবল বসানো হচ্ছে। এছাড়াও, বিকল্প বিদ্যুৎ উৎপাদনের উপর রাজ্য সরকার জোর দিচ্ছে বলে জানান মন্ত্রী। বিভিন্ন জায়গার উদাহরণ টেনে অরূপ বলেন, একটি সৌরবিদ্যুৎ কেন্দ্র গড়ে তোলা হয়েছে জঙ্গলমহলের ঝাড়গ্রাম, গোয়ালতোড় প্রভৃ꧒তি জায়গায়। এগুলির মোট উৎপাদন ক্ষমতা ১৯০ মেগাওয়াট।
এছাড়াও, সোলার জেনারেশন ইউনিট স্থাপনের করা হচ্ছে পুরুলিয়ার পিপিএসপি আপার ড্যামে। সাগরদিঘি, বক্রেশ্বর, সাঁওতালডিহিতেও এই ধরনের ইউনিট স্থাপন করা হচ্ছে। তার জন্য কাজ চলছে। পাশাপাশি গত পাঁচ বছরে বিদ্যুৎ কেন্দ্র নিয়ে রাজ্য সরকারের একাধিক উদ্যোগের কথা জানান মন্ত্রী। তিনি জানিয়েছেন, এই সময়ে একাধিক নতুন বিদ্যুৎ কেন্দ্র তৈরি করা ছাড়াও পুরনো কেন্দ্রগুলিকে সংস্কার করা হচ্ছে। তার জন্য কত অর্থ খরচ করা হয়েছে সেই পরিসংখ্যানও তুলে ধরেন মন্ꦬত্রী।