আরও ৯ জন অতিরিক্ত বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট। কেন্দ্রীয় আইন ও ন্যায় মন্ত্রকের তরফে বিজ্ঞপ্তি জারি করে আজ এ কথা জানানো হয়েছে। ৯ নতুন অতিরি🎶ক্ত বিচারপতি পাওয়ার ফলে কলকাতা 🉐হাইকোর্টে বিচারপতির সংখ্যা বেড়ে হল ৫৫ জন। এর ফলে মামলায় আরও গতি বাড়বে বলে মনে করছেন আইনজীবী মহল।
নতুন ৯ অতিরিক্ত বিচারপতিরা হলেন-বিশ্বরূপ চৌধুরী, পার্থসারথি সেন, প্রসেনজিত বিশ্বাস, উদয়কুমার, অজয়কুমার গুপ্ত, সুপ্রতিম ভট্টাচার্য, পার্থসারথি চ্যাটার্জি, অপূর্ব সিনহা রায়, মহম্মদ শাব্বার রাশিদি। কলকাতা হাইকোর্টের তথ্য অনুযায়ী, গত ১ অগস্টের নিরিখে ম𝄹োট বিচারপতির সংখ্যা ছিল ৪৬ জন। মন্ত্রকের তর♏ফে জানানো হয়েছে, আগামী দু'বছর নবনিযুক্ত বিচারপতিরা অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্🐎ব সামলাবেন। দ্রুত কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি নবনিযুক্ত বিচারপতিদের শপথ বাক্য পাঠ করাবেন।