পেগাসাস–কে রুখতে আইফোন ব্যবহার করার নির্দেশ জারি করা হয়েছে। রাজ্যের শীর্ষ আমলাদের এই নির্দেশ দিল নবান্ন। এবার থেকে সরকারি কথাবার্তা এবং বার্তা পাঠানো হবে আইফোনের মাধ্যমে। বলা হয়েছে, অ্যান্ড্রয়েড বা ভিন্ন অপারেটিং সিস্টেমের ফোন ব্যবহার না করতে। কারণ, তাতে বা🍨ইরে থেকে আড়ি পাতার ঝুঁকি রয়েছে। সেদিক থেকে আইওএস অনেকটা নিরাপদ।
কারা ব্যবহার করবেন এই আইফোন? নবান্ন সূত্রে খꦰবর, রাজ্যের 💝প্রথমসারির অধিকাংশ আমলারাই ব্যবহার করেন আইফোন। তাই অনেকের কাছে দুটো ফোন দেখতে পাওয়া যায়। তাঁদের বলা হয়েছে, সরকারি কথাবার্তা যেন আইফোনের মাধ্যমেই সারেন তাঁরা। পেগাসাস নিয়ে যখন গোটা দেশ তোলপাড় হয়ে গিয়েছিল তখন ফোনের ক্যামেরায় লিউকোপ্লাস্ট লাগিয়ে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জনসভা থেকে সেই ফোন তিনি দেখিয়েছেন। হোয়াটসঅ্যাপ কলও যে নিরাপদ নয় সেটাও বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত সেই আতঙ্ক থেকেই এবার আইফোন ব্যবহার করার এই পরামর্শ দেওয়া হয়েছে।
কেন হঠাৎ এমন সিদ্ধান্ত? সূত্রের খবর, এখনও আড়িপাতার কাজ চলছে। এই আড়িপে🐷তে গোপন কথোপকথন জেনে নেওয়া হচ্ছে। আর তারপর সেটাকে কাজে লাগানো ⛄হচ্ছে। এই আতঙ্ক থেকেই এবার সরকারি আমলা ও শীর্ষ পুলিশ কর্তাদের আইফোন ব্যবহার করার পরামর্শ দিয়েছে নবান্ন। সরকারি নম্বর অ্যান্ড্রয়েড ফোনে না রেখে সরকারি কথাবার্তা আইফোনের🃏 মাধ্যমেই সারতেই নির্দেশ দে🐈ওয়া হয়েছে।
উল্লেখ্য, পেগাসাস ব্যবহার করে রাহুল গান্ধী, অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোরদের মতো রাজনৈতিক ব্যক্তিত্বদের ফোনে আড়িপাতা হয়েছিল বলে অভিযোগ উঠেছে। আইফোন সংস্থা দাবি করে, তাদের ফোনে কথা বললে, ছবি কিংবা মেসেজ পাঠালে তা শুরু থেকে শꦇেষ পর্যন্ত এন্ড টু এন্ড এনক্রিপ্টেড থাকে। ফলে আড়িপাতা সম্ভব হয় না। সেখানে অ্যান্ড্রয়েড ফোনে খুব সহজেই আড়িপাতা যায়।