ইলেকট্রিক বাস তৈরি করার জন্য রাজ্য সরকার আগেই কারখানা তৈরির কথা জানিয়েছিল। যেভাবে জ্বালানি পণ্যের মূল্য বৃদ্ধি পাচ্ছে তার ফলে রাস্তায় কমছে বেসরকারি বাস। তাই যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে বেশি পরিমাণে নামানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য। সেই কারণে﷽ এরাজ্যে একটি ইলেকট্রিক বাস কারখানা তৈরির সিদ্ধান্ত হয়েছিল। মানুষের সুবিধার জন্য ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করছে সরকার। বিশ্ববাংলা বাণিজ্য সম্মেলনে ইজিভি ট্রান্সপোর্ট ইন্ডিয়া লিমিটেডের সঙ্গে আলোচনা চূড়ান্ত করল রাজ্য সরকার। ই বাস তৈরির জন্য রাজ্যে প্রায় আড়াই হাজার কোটি টাকা বিনিয়োগ হতে চলেছে।
জানা গিয়েছে, আপাতত দেড় হাজার বাস তৈরি করা হবে। তারপর সেই সংখ্যাটা বাড়িয়ে ৫ হাজার করা হবে। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের আমলে মুর্শিদ🎀াবাদে রেজিনগর শিল্পতালুকের উদ্বোধন হয়েছিল। এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরেই এই শিল্পতালুক কাজ শুরু হতে চলেছে এই বাস কারখানা এই শিল্পতালুকে তৈরি হবে বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এই কারখানার দরুন ২৩ হাজার কর্মসংস্থান হবে বলে আশা করছেন রাজ্যের প্রাক্তন অর্থমন্ত্রী অমিত মিত্র।
ই -বাস তৈরি হলে যেমন সাশ্রয় হবে তেমনই পরিবেশ দূষণও কমবে এবং সুবিধা পাবেন যাত্রীরা। ইজিভি ট্রান্সপোর্ট ইন্ডিয়া প্রাইভেট লিমিটেডের ডিরেক্টর রবিকুমার পাঙ্গা জানান, রাজ্যে বাসের চাহিদা রয়েছে। রাজ্যে তারাই ই বাস তৈরি করবেন। প্রথমে দেড় হাজারটি ই-বাস এবং পরে তা বাড়িয়ে পাঁচ হাজার করাই তাঁদের লক্ষ্য বলে জানালেন সংস্থার কর্ণধার। তিনি আরও জানান, রাজ্যে বাসের চাহিদা রয়েছে এবং পরিকাঠামো রয়েছে। তারাই বাস রক্ষণা বেক্ষণ করবেন। উল্লেখ্য, কলকাতায় ৮০ টি ই বাস চলছে। দ্রুত আরও পঞ্চাশটি ই বাস আসছে💮। প্রথম পর্যায়ে ১৫ টি নামানো হবে। পরে স🐻েই সংখ্যাটা আরও বাড়ানো হবে।