পুজোর আগেই ট্রায়াল রান হল কলকাতার আরও এক মেট্রো লাইনে। শনিবার নিউ গড়ꩲিয়া থেকে রুবি পর্যন্ত ট্রায়াল রান হয়েছে। যা নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো লাইনের অন্তর্গত। রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, সবকিছু ঠিকঠাক থাকলে বছরের শেষের দিকেই যাত্রী নিয়ে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত ছুটবে মেট্রো।
মহালয়ার আগেরদিন তথা শনিবার ট্রায়াল রানের জন্য আনা হয়েছিল একটি নন-এসি মেট্রো রেক। ফুল এবং বেলুন দিয়ে সাজানো হয়েছিল সেটি। সকাল ১১ টা ৩০ মিনিট নাগাদ নিউ গড়িয়া থে🎃কে ট্রায়াল রান শুরু হয়। কিন্তু শুরুতেই বিপত্তি বাঁধে। পরীক্ষামূলকভাবে যাত্রার শুরুর কিছুক্ষণ পরে তীব্র শব্দ হয়। থেমে যায় মেট্রো। তড়িঘড়ি মেট্রোর লাইনের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। কিছুক্ষণ পর নিউ গড়িয়া থেকে রুবির উদ্দেশে রওনা দেয় নন-এসি মেট্রোর রেকটি।
কিন্তু কী বিপত্তি হয়েছিল এবং কবে থেকে যাত্রীবাহী পরিষেবা শুরু হবে?
মেট্রোর ইঞ্জিনিয়ারদের দাবি, যান্ত্রিক গোলযোগের কারণে ওরকম শব্দ হয়েছিল। তা সারিয়ে মেট্রোর ট্রায়াল রান শুরু করা হয়। খুব দ্রুত এই সমস্ত সমস্যা ঠিক হয়ে যাবে। তারপরই যাত্রীবাহী পরিষেবা শুরু হবে বলে আশ্বস্ত করেছেন মেট্রোর ইঞ্জিনিয়াররা। সেইসঙ্গে দায়িত্বপ্রাপ্ত সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডের তরফে জানানো হয়েছে, চলতি বছরের মধ্যেই নি🔯উ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো লাইনের প্রথম পর্যায়ে তথা নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত যাত্রীবাহী পরিষেবা শুরু করা হতে পারে।
নিউ গড়িয়া থেকে রুবির মধ্যে কতগুলি স্টেশন আছে এবং দূরত্ব কত?
কবি সুভাষ (নিউ গড়িয়া) থেকে রুবি (হেমন্ত মুখোপাধ্যায়) পর্যন্ত দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। যাত্রাপথে মোট পাঁচটি স্টেশন থাকছে। স্টেশনের নাম হল - কবি সুভাষ, স🐻ত্যজিৎ রায়, জ্যোতিরিন্দ্র নন্দী, কবি সুকান্ত এবংꦬ হেমন্ত মুখোপাধ্যায়।
আরও পড়ুুন : New Garia-Airport metro: আগামী সেপ্টেম্ব𒊎রের মাঝামাঝি শুরু হচ্ছে নিউ গড়িয়া-বিমানবন্দর মেট্রোর মহড়া দৌড়
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রোর ইতিবৃত্ত
নিউ গড়িয়া থেকে বিমানবন্দর মেট্রো প্রকল্পের ঘোষণা পর এক দশক কেটে গিয়েছে। জমি জটের 💟কারণে ব্যাহত হয়েছে কাজ। ইএম বাইপাসে কালিকাপুরের কাছে জমি জটের কারণে দীর্ঘদিন শম্বুকগতিতে এগিয়েছে মেট্রো প্রকল্প। সেই পরিস্থিতিতে একাধিকবার ‘ডেডলাইন’ ফস্কেছে আরভিএনএল। সেই বাধা কাটিয়ে অবশেষে ট্রায়াল রান শুরু হওয়ার পর মেট্রো কর্তৃপক্ষের আশা, বছর শেষ হওয়ার আগেই নিউ গড়িয়া থেকে রুবি 🦂পর্যন্ত বাণিজ্যিক পরিষেবা শুরু করা যাবে।