আরজি করে মহিলা চিকিৎসককে ধর্ষণ ও খুনের ঘটনা। গোটা বাংলা উত্তাল হয়ে উঠেছিল। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়েছিল গোটা দেশজুড়ে। কিছুটা হলেও অস্বস্তিতে পড়েছিল তৃণমূল। এদিকে এই যে হাজার হাজার মানুষ বেরিয়ে এস﷽েছিলেন রাস্তায় তার প্রভাব কি পড়ল ভোট বাক্সে? এমনকী সেই আন্দোলনের পেছনে বামেদের প্রত্যক্ষ মদত ছিল বলেও অনেকের দাবি। আর ভোটের ফলাফল বের হতেই দেখা গেল একাধিক কেন্দ্রে জমানত বাজেয়াপ্ত হয়েছে সিপিএ𒆙মের।
কার্♏যত শূন্য পেয়েছে সিপিএম। আর সেই শূন্য সিপিএমকে নিয়ে গান বেঁধেছেন কুণাল ঘোষ। তৃণমূল নেতা কুণাল ঘোষ।
তিনি এক্স হ্যান্ডেল এনিয়ে পোস্ট করেছেন।
কুণাল ঘোষ বলেন, ‘বাংলায় তৃণমূল ৬টা আসনের মধ্যে ৬টাতেই জিতেছে। এটা একটা বাংলার মানুষে🦩র জয়। মা মাটি মানুষের জয়। মমতা বন্দ্যোপাধ্য়ায়ের উন্নয়নের জয়। বিজেপি হেরেছে। আমি বলছি সিপিএমের কথা। আরজি করের কথা। নিন্দনীয় ঘটনা। সিপিএম গ্রেফতার ইত্যাদি তৃণমূল করছে। ইচ্ছাকৃতভাবে একের পর এক কুৎসা মানুষকে বিভ্রান্ত করে কী হল! সিপিএম বরং গান গাক। অরিজিতেরটা। আর কবে আর কবে, সিপিএম শূন্য থেকে এক হবে। এত কিছু করার পরে সিতাইতে দেড় শতাংশ, মাদারিহাটে ২.৩ শতাংশ, মেদিনীপুরে ৫.৫, নৈহাটিতে ৬, তালডাংরায় ১১.৬ আর হাড়োয়াতে ১৩ শতাংশ। ওরা কর্মখালির বিজ্ঞাপন দিয়েছে না, ওদের প্রথম পদটা হওয়া দরকার রাজ্য সম্পাদকের পোস্ট। মহম্মদ সেলিম…দলটাকে তো সাইনবোর্ড থেকে ভিজিটিং কার্ড করে দিলেন’…এরপর ফের গান 𝓡গেয়েছেন কুণাল।