বর্ষবরণের রাত। নতুন বছরকে (২০২৪) আবাহন করতে নতুন প্রজন্মের ছেলে–মেয়েরা রাস্তায় নেমে পড়েছে। রাত য🦹ত বেড়েছে ততই হই–হুল্লোড়ে মত্ত হয়েছে তারা। আর তার জেরে ভেঙেছে একের পর এক আইন। খোলামেলা পোশাকে মদ্যপ অবস্থায় তখন কথা🤪 জড়িয়ে যাচ্ছে তাদের। ট্রাফিক আইন বলে যে শহরে কিছু আছে তা মানতে রাজি নয় তারা। বেলেল্লাপনায় চরমে উঠেছে উশৃঙ্খলতা। আর তা কড়া হাতে দমন করেছে কলকাতা পুলিশ। বড় কোনও বিপদ যাতে নেমে না আসে তাদের জীবনে তাই গারদে ভরতে হয়েছে ২৯৭ জনকে।
এদিকে নতুন বছরকে স্বাগত জানাবার উৎসবে আইন ভাঙার ধুম পড়ে গিয়েছিল শহর কলকাতার বুকে। পুলি🔥শ এবং আইনকে থোরাই কেয়ার এমন মেজাজ দেখিয়ে আইন ভেঙেছে নগরবাসী বলে অভিযোগ। আর এই মেজাজ নিয়েই রাতের শহরে আনন্দ হুল্লোড়ে মত্ত হয়ে উঠেছে সবাই। রবিরার রাত যত বেড়ে সোমবারের দিকে এগিয়েছে তত কলকাতার রাজপথে মানুষের ঢল নেমেছিল। তাঁদের সামলে শহরের আইনশৃঙ্খলা বজায় রাখা কার্যত চ্যালেঞ্জে পরিণত হয় কলকাতা পুলিশের কাছে। কারণ কেউ পুলিশের সতর্কতা শুনতে রাজি নন। ফলে পুলিশকে নরমে–গরমে সবটা করতে হয়েছে খুব সাবধানে।
অন্যদিকে পুলিশ সূত্রে খবর, রবিবার রাতের শহরে ৪৭.৪ লিটার মদ বাজেয়াপ্ত করেছে কলকাতা পুলিশ। আর শহরের বিভিন্ন প্রান্তে নিয়ম ভাঙার অভিযোগে ২🔴৯৭ জনকে গ্রেফতার করা হয়েছে। নতুন বছরকে স্বাগত জানাতে রাতের রাস্তাঘাটে ব্যাপক জনসমাগম হয়। তাꩵর সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে উন্মত্ততা। সেটাকে লাগাম পরাতে মরিয়া হয়ে ওঠে পুলিশ। পার্ক স্ট্রিট, মির্জা গালিব স্ট্রিট, রাসেল স্ট্রিট, মিডলটন রো–সহ শহরের নানা পথে এই বছর পুলিশের নজরদারি বাড়ানো হয়েছে। শ্লীলতাহানির চেষ্টা, গণ্ডগোল পাকানো, মত্ত অবস্থায় গাড়ি চালানো–সহ নানা অপরাধের অভিযোগ উঠেছে। তাই আরও কড়া হয়েছে লালবাজার।
আরও পড়ুন: ‘ꩵমমতা রামকৃষ্ণ, অভিষেক বিবেকানন্দ’, বর্ষশেষে নতুন আখ্যান কুণাল ঘোষের
এছাড়া ট্রাফিক আইন ভাঙার অভিযোগ তো আছেই। আর তাই জন্য বেশ কয়েকজনকে আটক করা হয়েছে। পুলিশ সূত্রে খবꦚর, নতুন বছরের রাতে যখন সকলে ‘পার্টি’ করতে ব্যস্ত, তখন একাধিক জায়গায় তল্লাশি চালায় পুলিশ। আর তাতেই মোট ৪৭.৪ লিটার বেআইনি মদ উদ্ধার হয়েছে। একাধিক আইন লঙ্ঘনের ঘটনায় ২৯৭ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ২০২২ সালের তুলনায় ২০২৩ সালে আইন ভাঙার অভিযোগের সংখ্যাটা অনেক বেশি। গ্রেফতারির সংখ্যা 🐼কিছু কমলেও অভিযোগের সংখ্যা পাহাড় সমান। তার সঙ্গে বেআইনি মদ উদ্ধারের পরিমাণও দেদার বেড়েছে বলে খবর।