NGT Order: বর্জ্য ব্যবস্থাপনায় ডাহা ফেল বাংলার, ৩৫০০ কোটি জরিমানা জমা করল সরকার
1 মিনিটে পড়ুন Updated: 24 Dec 2022, 11:20 PM IST Satyen Pal এনজিটির বেঞ্চ জানিয়ে দেয়, এই প্রক্রিয়াকরণ ছাড়াই যে বর্জ্য পড়ে থাকে সেটাই দুষণের অন্য়তম কারণ। এর জেরেই বায়ু, জল ও ভূমি দুষণ হয়। এর জেরে পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর ভয়াবহ প্রভাব পড়ে।এরপরই নির্দেশ দেওয়া হয়েছিল, আগামী ৬ মাসের মধ্যে এই বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে কার্যকরী ব্যবস্থা নিতে হবে।