১১২ ফুটের দুর্গাপ্রতিমা তৈরি নিয়ে প্রথম থেকেই নানা রকম টানাপোড়েন ছিল। এমনকী খোদ বাংলার মুখ্য়মন্ত্রীও এই ১১২ ফুটের দুর্গাপ্রতিমা নিয়ে মুখ খুলেছিলেন। তবে এবার জেলাশাসকের তরফে জানিয়ে দেওয়া এই ১১২ ফুটের দဣুর্গা প্রতিমার🐓 অনুমতি দেওয়া যাচ্ছে না।
আসলে এই দুর্গা প্রতিমা তৈরির বিষয়টি নিয়ে জল গড়িয়েছিল কলকাতা হাইকোর্ট পর্যন্ত। শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টের তরফে জানিয়ে দেওয়া হ🍷য়েছিল এই প্রতিমার ব্যাপারে যা সিদ্ধান্ত নেওয়ার সবটাই নেবেন জেলা শাসক। সেই মতো উপযুক্ত পদক্ষেপ নেওয়া হয়। তবে বৃহস্পতিবার জেলাশাসকের তরফে জানিয়ে দেওয়া হয়, এই পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না। কেন অনুমতি দেওয়া যাচ্ছে না তার সাপেক্ষেও নির্দিষ্ট কারণ জানিয়ে দেওয়া হয়েছে।
জেলাশাসকের দফতরꦬের তরফে জানানো হয়েছে, দমকল, পুলিশ, বিডিও, রানাঘাট এসডিও, বিদ্যুৎ দফতরের তরফে কোথাও কোনও রকম অনুমতি মেলেনি। সেকারণে আর এই প্রতিমা তৈরির অনুমতি দেওয়া যাচ্ছে না। সেক্ষেত্রে এই ১১২ ফুটের প্রতিম🌜া আর করা যাবে না।
এদিকে বিভিন্ওন দফতরের তরফে তাদের সমস্যার কথা জানিয়ে দেওয়া হয়েছে। বিদ্যুৎ দফতরের তরফে জানানো হয়েছে, যত পরিমাণ বিদ্য়ুৎ খরচের কথা বলা হয়েছে সেই পরিমাণ বিদ্যুতের যোগান দেওয়া সম্ভব নয়।
দমকল দফতরের তরফে জানিয়ে দেওয়া হয়েছে, আগের বছরের পুজো ও জমির অন🌄ুমতি পত্র জমা 📖দিতে হবে।
অন্যদিকে পুলিশের তরফে অনুমতি দেওয়া হয়নি। পুলিশের তরফে বলা হয়েছে এই প্রতিমা দেখতে বিরাট ভিড় হবে। প🅺ুলিশের তরফে জানানো হয়েছে, এই প্রতিমা দেখতে বিরাট ভিড় হতে পারে। সেক্ষেত্রে পদপিষ্ঠ হওয়ারও সম্ভাবনౠা রয়েছে। ১২ ফুট রাস্তার উপর এই মণ্ডপ তৈরি হয়েছে। সেক্ষেত্রে মণ্ডপের যে আকার সেই মাপের ক্ষেত্রে রাস্তাটা আরও প্রশস্ত হওয়া দরকার। সেকারণেই এই পুজোর অনুমতি দেওয়া যাচ্ছে না।
তার সঙ্গেই বিসর্জনের সময় বিরাট প্রতিমা নিয়ে যদি শোভাযাত্রার আয়োজন করা হয় সেক্ষেত্রে আরও বিরাট সমস্যা হতে পারে। সেকারণে পুলিশের তরফে এনিয়ে অনুমতি দেওয়া হয়নি। সব মিলিয়ে অনুমতি পেল না নদিয়ার এই দ𝄹ুর্গাপুজো কমিটি।
তবে বাংলার মুখ্যমন্ত্রী এনিয়ে আগেই সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ১১২ কেন ৪১২ ফুটের প্রতিমাও আপনারা তৈরি করতে পারেন। কিন্তু দায়িত্বশীল হতে হবে পুজোꦰ কমিটিগুলিকে। দেখবেন এমন কিছু করবেন না যাতে পদপিষ্ট হওয়ার মতো ঘটনা ঘটে। বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়।