বছর পেরোলেই বিধানসভার নির্বাচন হবে রাজধানী দﷺিল্লিতে। সেই উপলক্ষে বৃহস্পতিবারই প্রথম দফার প্রার্থীতালিকা প্রকাশ করে দিল আম আদমি পার্টি (আপ)। এই তালিকায় মোট ১১ জন প্রার্থীর নাম রয়েছে।
লক্ষ্যণীয় বিষয় হল - আপ-এর এদিনের প্রার্থীত꧟ালকায় ছ'জন দলবদলু রাজনীতিকের নামও রয়েছে। যাঁদের মধ্যে ব্রাহম সিং তনওয়ার ও বি বি ত্যাগী বিজেপির সঙ্গ ত্যাগ করে আপ-এ যোগ দিয়েছিಞলেন।
এছাড়াও, কংগ্রেস ছেড়ে অরবিন্দ কেজরিওয়ালের দলে নাম লেখানো চৌধুরী জুবের আহমেদ, বীর ধিঙ্গন এবং সুমেশ শকিনও আগা𝓡মী নির্বাচনে আপ-এর টিকিটে ভোটে লড়ার সুযোগ পাচ্ছেন। তাঁদের নাম প্রথম প্রার্থীতালিকাতেই রয়েছে।
কোন কেন্দ্রে কে প্রার্থী হয়েছেন?
প্রার্থীর নাম বিধানসভা কেন্দ্রের নাম
ব্রাহম সিং তনওয়ার - ছাতারপুর
অনিল ঝা - কিরারি
দীপক সিংলা - বিশ্বাস নগর
সরিতা সিং - রোহতাস নগর
বি বি ত্যাগী - লক্ষ্মী নগর
রাম সিং নেতাজি - বদরপুর
চৌধুরী জুবের আহমেদ - সীলামপুর
বীর সিং ধিঙ্গন - সীমাপুরী
গৌরব শর্মা - ঘোন্দা
মনোজ ত্যাগী - কারাওয়াল নগর
সুমেশ শকিন - মতিয়ালা
সদ্য আম আদমি পার্টি ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছেন কৈলাস গেহলট। তার ঠিক পরই আপ-এর এই প্রথম প্রার্থীতালিকা ঘোষণা নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়🍃েছে।
গেহলট শুধুমাত্র দলের সদস্য বা নে🎶তা ছিলেন না। তিনি দিল্লির আপ রাজ্য সরকারের মন্ত্রীও ছিলেন। অনেকেই মনে করছেন, ২০২৫ সালের ফেব্রুয়ারি মাসে বিধানসভা নির্বাচনের আগে তাঁর এভাবে বিজেপিতে যোগ দেওয়াটা আপ-এর কাছে বড𝔍় ধাক্কা।
আপ ছাড়ার সময় গেহলটের অভিযোগ ছিল, দলের অভ্যন্তরে তিনি কাজ করতে পারছিলেন না। এমনকী, আম আদমি পার্টির সরকার দিল্লির মানুষকে দেওয়া সমস্ত প্রতিশ্রুতিও পালন করতে পারেনি বলে দাবি করেন গেহলট। যার জেরে কেজরিওয়ালের দলের অন্তর্দ্বন্দ্ব নিয়ে নানা মহলে চর্চা শুরু হয়। তার🌳 মধ্যেই আসন্ন বিধানসভা নির্বাচনে প্রথম প্রার্থীতালিকা প্রকাশ করে দিল দিল্লির শাসকদল।
রবিবারই আপ প্রধান তথা দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল আসন্ন বিধানসভা নির্বাচনকে 'ধর্মযুদ্ধ' বলে উল্লেখ করেন। দলীয় নেত🌳া ও কর্মীদের উদ্দেশে সেদিন তাঁর বার্তা ছিল, তিনি যেভাবে ৭০টি বিধানসভার আসনের জন্যই লড়াই করছেন, তাঁদেরও তেমনটাই করতে হবে।
এছাড়াও, বিজেপিকে নিশানা করে কেজরিওয়াল বলেছিলেন, দিল্লির মানুষকে তাদের প্রাপ্য পরিষেবা দিতেই চায় না পদ্ম শিবির। তাঁর কথায়, 'আমরা ছোট একটি দল। আমাদের ক্ষমতা সীমিত।ౠ কিন্তু, বিজেপির অপরিসীম টাকা ও প্রচুর ক্ষমতা রয়েছে। তারপরও তারা দিল্লিবাসীর জন্য কিছু করেনি। কারণ, তারা পরিষেবা দিতেই চায় না।'
কেজরিওয়ালের অভিযোগ, তাঁদের ♚সরকার দিল্লিবাসীর জন্য বিনামূল্যে বিদ্যুৎ, জল, শিক্ষা, স্বাস্থ্য এবং মহিলাদের জন্য বিনা টিকিটে বাসে সফর নিশ্চিত করতে চেয়েছে। কিন্তু, বিজেপি যেকোনও মূল্যে ক্ষমতায় ফিরে এইসব প্রয়াস বন্ধ করতে চাইছে। সেই কারণেই আপ নে🎐তাদের মামলায় জড়িয়ে দেওয়া হচ্ছে বলেও দাবি করেন কেজরিওয়াল।
যদিও বিজেপির দাবি, আসন্ন বিধানসভা নির্বাচনে ꦐদিল্লিতে গো-হারা হারবে আপ। কারণ, তাদের বিরুদ্ধে যে দুর্নীতির অভিযোগ উঠেছে, মানুষ ইভিএম-এ তার প্রতিবাদে ভোট দেবে।