লাগাতার চলছে রাজ্য-রাজ্যপাল দ্বন্দ্ব। এবার মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার জন্য যোগাযোগ করে কোনও সাড়া পাওয়া যাচ্ছে না, বলে টুইটারে জানালেন রাজ্যপাল জগদীপ ধনখড়। ধনখড় বলেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে রাজ্যপালের নিয়মিত যোগাযোগ থাকা উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে ইতিবাচক সাড়া পাওয়া যাবে বলে এখনও আশা রাজ্যপালের। এদিন টুইটারে জগদীপ ধনখড় বলেন- ধনখড় বলেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা করার জন্য তিনি যোগাযোগ স্থাপন করেছিলেন। কিন্তু কোনও সাড়া পাননি। মুখ্যমন্ত্রীর পছন্দের স্থান, সময় ও দিন অনুযায়ী রাজ্যপাল দেখা করতে রাজি ছিলেন। ধনখড় বলেন যে মুখ্যমন্ত্রী ও রাজ্যপালের মধ্য সব সময় যোগাযোগ থাকা উচিত। মমতা আলোচনায় বসতে রাজি হবেন, বলে আশা প্রকাশ করেন রাজ্যপাল।দুই দিনের বিধানসভার অধিবেশন মুলতুবি হওয়ার জন্য রাজ্যপালকেই দুষেছে তৃণমূল। শাসক দলের অভিযোগ যে সময়মতো বিলগুলিতে সই করেননি রাজ্যপাল। অন্যদিকে ধনখড়ের দাবি তিনি রাজ্য সরকারের সঙ্গে বিবাদে যেতে চান না। কিন্তু মমতা সরকারের প্রায় আধা ডজন মন্ত্রী তাঁর বিরুদ্ধে মন্তব্য করছেন বলে জানিয়েছেন ধনখড়।সবসময় মুখ্যমন্ত্রীকে প্রশংসা করা সম্ভব নয় বলে এদিন জানিয়েছেন রাজ্যপাল। চলতি সপ্তাহে বিধানসভায় গিয়ে রাজ্যপালের জন্য নির্দিষ্ট দরজা বন্ধ পান ধনখড়। এটি গণতন্ত্রের লজ্জা, বলে দাবি রাজ্যপালের। কেন তৃণমূল সরকার এমন ব্যবহার করছে তিনি জানেন না বলে দাবি জগদীপ ধনখড়ের।