খাস কলকাতায় মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হল এক শ্রমিকের। কলকাতা পুরসভার পাইপলাইনে কাজ করꦉতে গিয়েই এ🅷ই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে বলে খবর। কাজ চলাকালীন ধস নেমে যায়। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হল যুবক শ্রমিকের। পার্ক সার্কাসের এই ঘটনায় আলোড়ন পড়ে গিয়েছে। এই ঘটনার খবর পৌঁছেছে কলকাতা পুরসভায়। গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এখানে কয়েকদিন ধরে পাইপলাইনের কাজ চলছিল। এবার হঠাৎ এল বিপদ। যার জেরে প্রাণ গেল একজনের।
ঠিক কী ঘটেছে পার্ক সার্কাসে? স্থানীয় সূত্রে খবর, এখানে পা💦ইপল𒁏াইনের কাজ চলছিল। তখন সেখানে বালি তুলছিলেন ওই যুবক শ্রমিক। এমন সময় হঠাৎ মাটিতে ধস নামে। আর তাতেই চাপা পড়ে মৃত্যু হয় শ্রমিকের। যদিও ওই শ্রমিকের বিপদ হতেই তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। এই ঘটনা নিয়ে এখন জোর চর্চা শুরু হয়েছে। ঘটনাস্থলে পুলিশ এসে পৌঁছয়। আর তদন্ত শুরু করেছে।
ঠিক কী তথ্য পেয়েছে পুলিশ? পুলিশ সূত্রে খবর, মৃত যুবক শ্রমিকের নাম ছলমন মল্লিক (২২)। এই শ্রমিকের বাড়ি উত্তর ২৪ পরগনার সন্দেশখালিতে। পার্ꦆক সার্কাস এলাকায় কয়েকদিন ধরে তিন মাথার মোড়ে পাইপলাইনের কাজ চলছিল। সেখানে এই কাজ করতেই গিয়ে রাস্তা খোঁড়াখুঁড়ি করা হয়েছিল। গতকাল, বুধবারও কাজ করতে আসেন শ্রমিকরা। তবে এই কা💎জ চলছিল রাতে। বেশি রাতে এই বিপদ ঘটে। তখন এই শ্রমিককে চিত্তরঞ্জন হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে চিকিৎসকরা তাঁকে মৃত বলেই ঘোষণা করেন। গোটা ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।