কুণাল ঘোষের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে শোরগোলের মধ্যের বিস্ফোরক মন্তব্য করলেন জেলবন্দি দলের প্রাক্তন মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়। শুক্রবার তাকে ব্যাঙ্কশাল আদালতে পেশ করা হয়। আদালত🌞ের লক আপে প্রবেশের সময় সংবাদমাধ্যমকে তিনি বলেন, ꦿবিরোধীদের থেকে বেশি তৃণমূলের ক্ষতি করেছে কুণাল ঘোষ।
পড়তে থাকুন: সাংবিধানিক রক্ষাকবচ থাকায় রাজ্যপালের বিরুদ্ধে তদন্তও করতে পারবে না পু⛦লিশ
বিস্ফোরক পার্থ
এদিন কু💙ণালের বিরুদ্ধে তৃণমূলের পদক্ষেপ নিয়ে পার্থকে প্রশ্ন করা হলে তিনি বলেন, ‘আমি যখন ব🏅াইরে ছিলাম তখনই বলেছিলাম, ’বিরোধী দলের থেকে কুণাল ঘোষ আমাদের দলের বেশি ক্ষতি করছে’।
বুধবার কুণাল ঘোষকে রাজ্য সাধারণ সম্পাদকের পদ থেকে অপসারণ করে তৃণমূল। বৃহস্পতিবার তাঁকে তারকা প্রচারকের তালিকা থেকে সরিয়ে দেওয়া হয়। কুণালের সঙ্গে পার্থর বিবাদ নতুন নয়। সারদাকাণ্ডে কুণালের গ্রেফতারির পর বিস্ফোরক💯 সব মন্তব্য করেছিলেন পার্থ। কুণালের দাবি ছিল তাঁর গ্রেফতারির নেপথ্যে পার্থ চট্টোপাধ্যায়ের ষড়যন্ত্র রয়েছে। আবার নিয়োগ দুর্নীতিতে ২০২২ সালের ২৩ জুলাই পার্থর গ্রেফতারির পর তাকে তীব্র আক্রমণ করেছিলেন কুণাল। যার জেরে দলের ভর্ৎসনার মুখেও পড়তে হয়েছিল।
আরও পড়ুন: রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরু⛦দ্ধে শ্লীলতাহানির অভিযোগ করলেন রাজভবনের কর্মী
পদহারা কুণাল
মঙ্গলবার উত্তর কলকাতায় একটি ক্লাবের রক্তদান অনুষ্ঠানে যোগদান করেন কুণাল ঘোষ। তখন মঞ্চে ছিলেন꧑ দলত্যাগী তৃণমূল নেতা তথা ওই কেন্দ্রের বিজেপি প্রার্থী তাপস রায়। মঞ্চে তাপসবাবুর ভূয়সী প্রশংসা করেন কুণাল। পরদিনই বিবৃতি দিয়ে তাঁকে পদ থেকে বহিষ্কারের কথা জানায় তৃণমূল। এমনকী কুণালের কোনও বক্তব্যকে তৃণমূলের বক্তব্য বলে প্রচার করা যাবে না বলেও বিবৃতিতে জানানো হয়। সেই কুণালের বিরুদ্ধে ফের মুখ খুললেন পার্থ চট্টোপ✨াধ্যায়। আর মুখ খুলেই বোমা ফাটালেন তিনি।