বাংলা নিউজ > বাংলার মুখ > কলকাতা > Bagtui: বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ মানুষেরা চিকিৎসা পরিষেবা পাননি, তোপ শুভেন্দুর
বগটুই কাণ্ডে অগ্নিদগ্ধ মানুষগুলির চিকিৎসা ঠিকভাবে হয়নি। সোমবার রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে এই ভাষাতেই ক্ষোভ প্রকাশ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দ๊ু অধিকারী। সম্প্রতি বগটুইয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় আরও এক মহিলার মৃত্যু হয়েছে। এই ঘটনার পরই রাজ্যের স্বাস্থ্য পরিষেবা নিয়ে ক্ষোভ উগরে দিয়েছেন শুভেন্দুবাবু।
এই প্রসঙ্গে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী জানান, ‘উডবার্ন ওয়ার্ডে সুস্থ নেতারা থাকেন। আর যেখানে বার্ন ইউনিট নেই, সেই হাসপাতালে বগটুইয়ের সংখ্যালঘু অগ্নিদগ্ধ মহিলাদের রাখা হয়েছে।’ একইসঙ্গে তিনি জানান, ‘যেদিন হাসপাতালে বগটুই কাণ্ডে আহতদের দেখতে গিয়েছিলেন, সেদিন দেখে এসেছিলেন অগ্নিদগ্ধ মহিলাদের শারীরিক অবস্থা খুবই খারাপ। রামপুরহাট হাস♐পাতালে বার্ন ইউনিটের পরিষেবা নেই। তাই চিকিৎসার অভাবে রোগীরা মারা যাচ্ছে।’