পুলিশকর্মীদের সোশ্যাল মিডিয়া অ্য়াকাউন্ট সম্পর্কে জানতে চেয়েছে হাওড়া পুলিশ কমিশনারেট। এমনটাই দাবি করেছেন রাজ্যের বিরোধ🍌ী দলনেতা। সেই সঙ্গেই তিনি এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছেন। শুভেন্দু লিখেছেন, মমতা পুলিশ তাদের নিজেদের পুলিশকর্মীদের উপরেই আড়ি পাতার চেষ্টা করছে। এটা নিয়ে কোনও সন্দেহ নেই যে পুলিশ ফোর্সকে কিছু শৃঙ্খলা, নিয়ম কানুন মেনে চলতে হয়। কিন্তু তার মানে এটা নয় যে তাদের ব্যক্তিগত জীবন সম্পর্কেও তাঁদের জানাতে হবে।
তিনি লিখেছেন, এই মেমো হাওড়া পুলিশ কমিশনারেট থেকে জারি করা হয়েছে। সমস্ত পুলিশ কর্মীদের কাছ থেকে সোস্য়াল মিডিয়ার অ্যাকাউন্ট সম্পর্কে জানতে চাওয়া হয়েছে। এটা কেবল🧜মাত্র বিভাগীয় স্বৈরাচার🐓িতা নয়, এটা সাংবিধানিক অধিকারও ভঙ্গ করছে।
শুভেন্দু𝕴 লিখেছেন, পুলিশ তাদের ব্যক্তিগত সময়ে কী করছেন এটা🃏 পুলিশ বিভাগের দেখার কথা নয়। সোশ্য়াল মিডিয়ায় পোস্ট করা এটা বাক স্বাধীনতার একটা রূপ। রাজ্যের বিরোধী দলনেতা হিসাবে আমি পরামর্শ দেব এমন অসাংবিধানিক নির্দেশকে মানবেন না। কেউ না মানলে যদি শাস্তির মুখে পড়তে হয় তবে আমি আইনি সহায়তা দেব। আপনি আমায় মেল করতে পারেন। এরপর নিজের মেল আইডি দিয়েছেন শুভেন্দু।