শহরের সব হুক্কা বার বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম। তারপরেও শহরের বিভিন্ন জায়গায় চলছে বেআইনি হুক্কা বার। এই প্রেক্ষাপটে শহরের বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে বেআইনি হুক্কা বার চালানোর অভিযোগে তিনজনকে গ্রেফতার করল পুলিশ। একজনকে গ্রেফতার করা হয়েছে টালা থেকে এবং বাকি দুজনকে পার্কস্ট্রিট থেকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে এই দুই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে। ধৃত তিনজনের নাম হল ইউসুღফ খান, ইউসুফ সেলিম ও অমিত নাথ।
পুলিশ স⛦ূত্রে জানা গিয়েছে, টালা থানা এলাকার বিধান সরণিতে একটি রেস্তোরার নিচে ওꦿই হুক্কা বারটি চলছিল। অন্যদিকে পার্ক স্ট্রিটের মুজাফফর আহমদ স্ট্রিটে বেআইনিভাবে চলছিল আরও একটি হুক্কা বার। গোপন সূত্রে খবর পেয়ে পুলিশের গুন্ডা দমন শাখার আধিকারিকরা সাদা পোশাকে প্রথমে হুকা বারে যান। এরপর হাতেনাতে সেখান থেকে মোট তিনজনকে 🍰গ্রেফতার করেন। এছাড়﷽া বেশ কিছু সরঞ্জাম বাজেয়াপ্ত করেছে পুলিশ। পুলিশ জানিয়েছে, কলকাতায় প্রায় আড়াইশো থেকে তিনশো হুকা বার রয়েছে। এর মধ্যে কিছু রেস্তরাঁর আড়ালে চললেও বাকিগুলি আলাদাই চলত। শহরের আর কোথায় কোথায় বেআইনি হুক্কা বার রয়েছে তার খোঁজ চালাচ্ছে পুলিশ।
গত ২ ডিসেম্বর শহরের সমস্ত হুক্কা বার বন্ধের কথা জানিয়েছিলেন ফিরহাদ হাকিম। তিনি অভিযোগ করেন, হুক্কা বারগুলিতে ক্ষতিকারক রাসায়নিক ব্যবহার করা হচ্ছে। যা শরীরের পক্ষে ক্ষতিকারক। এমনকি মাদকের ব্যবহার করা হচ্ছে এই সমস্ত কারণে নতুন করে আর হুক্কা বার চালানোর লাইসেন্স দেওয়া হবে না। যেগুলিকে লাইসেন্স দেওয়া হয়েছে সেগুলিও বাতিল করে দেওয়া হবে। শীঘ্রই বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। মেয়রের এই ঘোষণার𓆉 পরেই অভিযানে নামে কলকাতা পুলিশ। শ𝓰হরের আরও বিভিন্ন জায়গায় এরকমভাবে বেআইনি হুক্কা বার চলছে কি না খতিয়ে দেখছে পুলিশ।